জার্মানিতেও অভ্যাসটা তাড়াতে পারল না বার্সা
নাপোলি, গালাতাসারাই হয়ে জার্মান ক্লাব আইনট্র্যাখট ফ্রাঙ্কফুর্ট-এই তিনটা দলের একটা মিল আছে। কেমন? তিনটা দলের সঙ্গেই ইউরোপা লিগের প্রথম লেগে ড্র করেছে বার্সেলোনা। পার্থক্য হচ্ছে প্রথম দুই দলের সঙ্গে নিজেদের মাঠে ড্র হয়েছিল কাতালানদের। শেষটা হলো গতকাল, জার্মানিতে গিয়ে ১-১ গোলের ড্র। এবং দশজনের দলের বিপ