Ajker Patrika

রিয়ালের বিপক্ষে শেষ ৯ ম্যাচে গোলশূন্য মেসি

আপডেট : ১০ মার্চ ২০২২, ১৪: ২৩
রিয়ালের বিপক্ষে শেষ ৯ ম্যাচে গোলশূন্য মেসি

রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্যারিসে প্রথম লেগের ম্যাচটা লিওনেল মেসির জন্য ভুলে যাওয়ার মতোই ছিল। পেনাল্টি মিস করে সেদিন খলনায়ক হওয়ার অপেক্ষায় ছিলেন মেসি। শেষ পর্যন্ত মেসিকে সেদিন উদ্ধার করেন কিলিয়ান এমবাপ্পে। সেদিনের বেদনা মাদ্রিদে পুষিয়ে নেওয়ার সুযোগ এসেছিল মেসির সামনে। তবে এবারও পারেননি আর্জেন্টাইন মহাতারকা। রিয়ালের বিপক্ষে ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি। 

সান্তিয়াগো বার্নাব্যুয়ে হুটহাট ঝলক দেখালেও, ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার মতো বেশি কিছু করতে পারেননি মেসি। করিম বেনজেমার নৈপুণ্যে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। আর এ ম্যাচ দিয়ে মেসি সাক্ষী হয়েছেন চ্যাম্পিয়নস লিগ থেকে পিএসজির আরেকটি বিদায়ের। পাশাপাশি এই হারের পর সামনে এসেছে রিয়ালের বিপক্ষে মেসির সাম্প্রতিক ব্যর্থতার চিত্রও। 

পিএসজি ও বার্সেলোনার হয়ে শেষ ৯ ম্যাচে রিয়ালের বিপক্ষে খেলতে নেমে কোনো গোল করতে পারেননি মেসি। শুধু গোলই নয়, এই ৯ ম্যাচে কোনো অ্যাসিস্টও করতে পারেননি তিনি। অথচ একটা সময় ছিল, যখন রিয়ালের বিপক্ষে দাপুটে খেলে একাই ভাগ্য বদলে দিতেন মেসি। 

রিয়ালের বিপক্ষে কোনো গোলে মেসির সর্বশেষ সম্পৃক্ততা দেখা গেছে ২০১৮ সালের মে মাসে। ন্যু ক্যাম্পের সেই ম্যাচে ২-২ গোলে ড্র করেছিল বার্সা। সেই ম্যাচের পর  থেকে শুরু হয় মেসির গোলখরা। সর্বশেষ ৯ ম্যাচ বাদ দিলে রিয়ালের বিপক্ষে এখন পর্যন্ত ২৬ গোল ও ১৪টি অ্যাসিস্ট করেছেন মেসি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত