Ajker Patrika

সুয়ারেজ-ফাব্রেগাসদের সঙ্গে স্ত্রীর জন্মদিন উদ্‌যাপন করেছেন মেসি

আপডেট : ০১ মার্চ ২০২২, ১২: ৩৬
সুয়ারেজ-ফাব্রেগাসদের সঙ্গে স্ত্রীর জন্মদিন উদ্‌যাপন করেছেন মেসি

লিওনেল মেসির স্ত্রী আতোনেলা রোকুজ্জোর জন্মদিন ছিল গত শনিবার। দুই বন্ধু লুইস সুয়ারেজ ও সেস্ক ফাব্রেগাসের পরিবারের সঙ্গে স্ত্রীর জন্মদিন উদ্‌যাপন করেছেন মেসি।

রোকুজ্জোর জন্মদিন উপলক্ষে মেসি এসেছিলেন প্রাণের শহর বার্সেলোনাতে। এরপর প্যারিসে ফিরে গিয়ে মাঠে নেমে দলকে জিততে সহায়তাও করেছেন তিনি।

মৌসুমের শুরুতে ২১ বছরের স্মৃতির শহর বার্সেলোনা ছাড়লেও এখনো পিছুটান রয়েই গেছে মেসির। প্রিয় মানুষের জন্মদিন উদ্‌যাপনে তাই বেছে নিয়েছেন প্রিয় শহরটাকেই। রোকুজ্জোর জন্মদিনের উৎসবে মেসি অবশ্য একা ছিলেন না। এই উৎসবে তাঁর সঙ্গে যোগ দেন সুয়ারেজ ও ফাব্রেগাসও। সঙ্গে ছিলেন সুয়ারেজের স্ত্রী সোফিয়া বিবি ও ফাব্রেগাসের দানিয়েল্লা সিমান।

স্ত্রী রোকুজ্জোর সঙ্গে মেসিপরে রোকুজ্জো নিজেদের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। যার ক্যাপশন, ‘সব সময়ের জন্য।’ দুই দিনেরও কম সময়ে এই ছবিতে ‘লাভ রিঅ্যাক্ট’ দিয়েছেন ২৩ লাখের বেশি মিলিয়ন মানুষ।

এক ক্লাবে খেললেও এখনো মেসি, সুয়ারেজ ও ফাব্রেগাসের বন্ধুত্ব অটুট। যেকোনো উপলক্ষ পেলে এক বিন্দুতে মিলে যান তাঁরা। যদিও একই সময়ে তিনজনের কখনো এক সঙ্গে খেলা হয়নি। ফাব্রেগাস বার্সা ছেড়ে চেলসিতে যাওয়ার পর বার্সায় আসেন সুয়ারেজ।

এদিকে স্ত্রী রোকুজ্জোকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি ছবি পোস্ট করেছেন মেসি। যার ক্যাপশনে লিখেন, ‘শুভ জন্মদিন প্রিয়তমা। তোমার দিনটি সুন্দর হোক। আমি তোমাকে ভালোবাসি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত