‘আমি জন্মেছি এখানে এবং এখানেই মরব’
দুই দিন আগে অবসরের ঘোষণা দিয়েছিলেন জেরার্ড পিকে। জানিয়েছিলেন, লা লিগায় আলমেরিয়ার বিপক্ষে খেলে বুটজোড়া তুলে রাখবেন বার্সেলোনা কিংবদন্তি। পিকের বিদায়ী রাতটা রাঙিয়ে দিয়েছেন তাঁর সতীর্থরা। ক্যাম্প ন্যুর দর্শকেরা দাঁড়িয়ে স্প্যানিশ ডিফেন্ডারকে শ্রদ্ধা তো দেখিয়েছেন, জাভির বাকি শিষ্যরাও পিকেকে উপহার দিলেন দ