ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়েছেন ২০১৮ সালে। আর বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) লিওনেল মেসি পাড়ি জমিয়েছেন ২০২১ সালে। তার পরও রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার ‘এল ক্লাসিকো’ নিয়ে ক্রীড়াপ্রেমীদের আগ্রহের কমতি নেই। রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে ২০২২-২৩ মৌসুমের প্রথম ক্লাসিকোতে মাঠে নামছে স্প্যানিশ ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী। চলতি মৌসুমের লা-লিগায় দল দুটি এখনো পর্যন্ত অপরাজিত।
পর্দায় রিয়াল-বার্সার লড়াই দেখতে বসার আগে জেনে নেওয়া যাক এল ক্লাসিকোর কিছু গুরুত্বপূর্ণ খুঁটিনাটি—
প্রথম এল ক্লাসিকো
১৯০২ সালে প্রথম মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা। কিন্তু সেটা তখন এল ক্লাসিকো পরিচিতি পায়নি। আনুষ্ঠানিকভাবে প্রথম এল ক্লাসিকো হয় ১৯২৯-এর ফেব্রুয়ারিতে। লেস কল্টস স্টেডিয়ামে রিয়ালকে আতিথেয়তা দেয় বার্সা। প্রথম এল ক্লাসিকোতে লস ব্লাংকোসরা ২-১ গোলে জয় পায়। পরের দেখায় কাতালান জায়ান্টরা ১-০ গোলে জিতে যায় এবং লা-লিগা শিরোপাও ঘরে তোলে।
এল ক্লাসিকোতে সবচেয়ে বড় জয়
এল ক্লাসিকোতে সবচেয়ে বড় ব্যবধানে জয় রিয়ালের। ১৯৪৩ সালে কোপা দেল জেনারেলিসমোর সেকেন্ড লেগে বার্সাকে ১১-১ গোলে উড়িয়ে দিয়েছিল তারা।
প্রথম সম্প্রচারিত এল ক্লাসিকো
১৯৫৯ সালে টেলিভিশনে প্রথমবারের মতো সম্প্রচারিত হয় এল ক্লাসিকো। সান্তিয়াগো বার্নাব্যুত বার্সাকে ১-০ গোলে হারিয়ে দিয়েছিল আলফ্রেড ডি স্টেফানো, ফেরেংক পুসকাসদের রিয়াল মাদ্রিদ।
রিয়াল মাদ্রিদের আধিপত্য
ষাটের দশকে আলফ্রেডো ডি স্টেফানোর রিয়াল আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। এই কিংবদন্তি এল ক্লাসিকোতে ২০ ম্যাচে করেন ১৮ গোল। ১৯৬০ সালের ডিসেম্বরে বার্সাকে তাদের মাঠ ক্যাম্প ন্যুয়ে ৫-৩ গোলে হারায় অলহোয়াইটরা।
ইয়োহান ক্রুইফের বার্সেলোনা
১৯৭৪ সালে ইয়োহান ক্রুইফ আসার পর বার্সেলোনা হয়ে ওঠে অপ্রতিরোধ্য। সে বছর সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদকে ৫-০ গোলে হারায় বার্সেলোনা। ম্যাচটিতে এক গোল করেন ক্রুইফ। ওই মৌসুমের লা-লিগাও জেতে কাতালান জায়ান্টরা।
মেসি-রোনালদো যুগের শুরু
লিওনেল মেসি ২০০৪ সাল থেকে বার্সার মূল দলের হয়ে খেলা শুরু করেন। আর ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়ালে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর মেসি-রোনালদোর দ্বৈরথ হয়ে ওঠে এল-ক্লাসিকোর মূল আকর্ষণ। এই দুজনই এখন পর্যন্ত এই ঐতিহাসিক লড়াইয়ের সর্বোচ্চ গোলদাতা। ৪৪ ম্যাচে ২৬ গোল করেছেন মেসি এবং ২৯ ম্যাচে ১৮ গোল রোনালদোর। এ দুই কিংবদন্তি এখন অন্য ঠিকানায়।
ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়েছেন ২০১৮ সালে। আর বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) লিওনেল মেসি পাড়ি জমিয়েছেন ২০২১ সালে। তার পরও রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার ‘এল ক্লাসিকো’ নিয়ে ক্রীড়াপ্রেমীদের আগ্রহের কমতি নেই। রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে ২০২২-২৩ মৌসুমের প্রথম ক্লাসিকোতে মাঠে নামছে স্প্যানিশ ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী। চলতি মৌসুমের লা-লিগায় দল দুটি এখনো পর্যন্ত অপরাজিত।
পর্দায় রিয়াল-বার্সার লড়াই দেখতে বসার আগে জেনে নেওয়া যাক এল ক্লাসিকোর কিছু গুরুত্বপূর্ণ খুঁটিনাটি—
প্রথম এল ক্লাসিকো
১৯০২ সালে প্রথম মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা। কিন্তু সেটা তখন এল ক্লাসিকো পরিচিতি পায়নি। আনুষ্ঠানিকভাবে প্রথম এল ক্লাসিকো হয় ১৯২৯-এর ফেব্রুয়ারিতে। লেস কল্টস স্টেডিয়ামে রিয়ালকে আতিথেয়তা দেয় বার্সা। প্রথম এল ক্লাসিকোতে লস ব্লাংকোসরা ২-১ গোলে জয় পায়। পরের দেখায় কাতালান জায়ান্টরা ১-০ গোলে জিতে যায় এবং লা-লিগা শিরোপাও ঘরে তোলে।
এল ক্লাসিকোতে সবচেয়ে বড় জয়
এল ক্লাসিকোতে সবচেয়ে বড় ব্যবধানে জয় রিয়ালের। ১৯৪৩ সালে কোপা দেল জেনারেলিসমোর সেকেন্ড লেগে বার্সাকে ১১-১ গোলে উড়িয়ে দিয়েছিল তারা।
প্রথম সম্প্রচারিত এল ক্লাসিকো
১৯৫৯ সালে টেলিভিশনে প্রথমবারের মতো সম্প্রচারিত হয় এল ক্লাসিকো। সান্তিয়াগো বার্নাব্যুত বার্সাকে ১-০ গোলে হারিয়ে দিয়েছিল আলফ্রেড ডি স্টেফানো, ফেরেংক পুসকাসদের রিয়াল মাদ্রিদ।
রিয়াল মাদ্রিদের আধিপত্য
ষাটের দশকে আলফ্রেডো ডি স্টেফানোর রিয়াল আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। এই কিংবদন্তি এল ক্লাসিকোতে ২০ ম্যাচে করেন ১৮ গোল। ১৯৬০ সালের ডিসেম্বরে বার্সাকে তাদের মাঠ ক্যাম্প ন্যুয়ে ৫-৩ গোলে হারায় অলহোয়াইটরা।
ইয়োহান ক্রুইফের বার্সেলোনা
১৯৭৪ সালে ইয়োহান ক্রুইফ আসার পর বার্সেলোনা হয়ে ওঠে অপ্রতিরোধ্য। সে বছর সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদকে ৫-০ গোলে হারায় বার্সেলোনা। ম্যাচটিতে এক গোল করেন ক্রুইফ। ওই মৌসুমের লা-লিগাও জেতে কাতালান জায়ান্টরা।
মেসি-রোনালদো যুগের শুরু
লিওনেল মেসি ২০০৪ সাল থেকে বার্সার মূল দলের হয়ে খেলা শুরু করেন। আর ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়ালে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর মেসি-রোনালদোর দ্বৈরথ হয়ে ওঠে এল-ক্লাসিকোর মূল আকর্ষণ। এই দুজনই এখন পর্যন্ত এই ঐতিহাসিক লড়াইয়ের সর্বোচ্চ গোলদাতা। ৪৪ ম্যাচে ২৬ গোল করেছেন মেসি এবং ২৯ ম্যাচে ১৮ গোল রোনালদোর। এ দুই কিংবদন্তি এখন অন্য ঠিকানায়।
সান্তোস গোলরক্ষক গ্যাব্রিয়েল ব্রাজাও আজ বেশ অসহায় হয়ে পড়লেন। ভাস্কো দা গামার আক্রমণ ঠেকানোর যে কোনো উপায়ই তাঁর জানা ছিল না। নেইমারের সান্তোস রীতিমতো নাকানিচুবানি খেয়েছে। বাজে হারের পর সান্তোসের কোচ ক্লেবার হাভিয়েরকে বরখাস্ত করা হয়েছে।
১৫ মিনিট আগেঅ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে গতকাল বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে ৬ উইকেটে জিতেছিল অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস। একই মাঠে আজ টানা দ্বিতীয় জয়ের খোঁজে নেমেছিল সাকিব আল হাসানের অ্যান্টিগা। তবে বৈরি আবহাওয়ায় অ্যান্টিগা-সেন্ট লুসিয়া কিংস ম্যাচে একটি বলও মাঠে গড়াতে পারেনি।
১ ঘণ্টা আগেগেমটাইমের আশায় বসুন্ধরা কিংস ছেড়ে এবার আবাহনীতে যোগ দিয়েছেন শেখ মোরসালিন। আকাশি-নীল জার্সিতে অভিষেকও হয়েছে তাঁর। যদিও সেই ম্যাচে কিরগিজ ক্লাব মুরাস ইউনাইটেডের বিপক্ষে জেতেনি আবাহনী।
১ ঘণ্টা আগে২০২৭ সালের মার্চে অস্ট্রেলিয়ায় দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। সে সফর এখনো বেশ দেরি হলেও অস্ট্রেলিয়ার উইকেট-কন্ডিশন নিয়ে একটা ধারণা মিলতে পারে শেফিল্ড শিল্ডের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন চার দিনের ম্যাচ। বাংলাদেশ ‘এ’ দলে ১৪ সদস্যের অভিজ্ঞ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
১৫ ঘণ্টা আগে