Ajker Patrika

রিয়ালের ঘরে এবার অন্য বার্সা

রিয়ালের ঘরে এবার অন্য বার্সা

গত মৌসুমের শেষ ক্লাসিকোতে নিজ দর্শকের সামনে লজ্জায় পড়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। সোনায় মোড়ানো মৌসুমে ‘চাঁদের কলঙ্ক’ হয়ে এসেছিল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৪-০ গোলের হার। সেই লজ্জা ভুলে লিগ ও চ্যাম্পিয়নস লিগ জিতেছে রিয়াল। এবারের মৌসুমেও লস ব্লাঙ্কোসরা আছে সব শিরোপার দৌড়ে।

গত মৌসুমের লজ্জার শোধ তুলতে এবার কোমর বেঁধেই প্রস্তুত কার্লো আনচেলত্তির দল। উল্টো দিকে মানসিকভাবে বিধ্বস্ত বার্সা। ঘরের মাঠে ইন্টার মিলানের কাছে ৩-৩ গোলে ড্র করে আবারও চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কায় জাভির দল।

চ্যাম্পিয়নস লিগে পরের পর্বে খেলতে না পারলে ২ কোটি ২০ লাখ ইউরো গচ্চা দিতে হবে বার্সাকে। আর রিয়ালের কাছে হারলে পিছিয়ে পড়তে হবে লিগ শিরোপা পুনরুদ্ধারের দৌড় থেকে। এল ক্লাসিকোতে জিতে মানসিকভাবে চাঙা হওয়ার বটিকা আজ রিয়ালকে হারিয়ে নিতে পারে বার্সা। দুই দলের প্রতিদ্বন্দ্বিতার আড়ালে দর্শকেরা নিতে পারেন করিম বেনজেমা ও রবার্ট লেভানডফস্কির ধ্রুপদ লড়াইয়ের আস্বাদও। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত