Ajker Patrika

ফেবারিট নয়, নিজেদের প্রতিযোগী ভাবছেন জাভি

ফেবারিট নয়, নিজেদের প্রতিযোগী ভাবছেন জাভি

বিদায় আগেই নিশ্চিত ছিল বার্সেলোনার। চ্যাম্পিয়নস লিগে গতকাল ভিক্টোরিয়া প্লাজেনের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ খেলেছে কাতালান ক্লাবটি। শেষ ম্যাচে ৪-২ গোলের জয়ও পেয়েছে দলটি। ইউরোপীয় শ্রেষ্ঠত্বের লিগ থেকে বিদায় নিয়ে বার্সা এবার প্রতিযোগিতা করবে ইউরোপা লিগে। এই টুর্নামেন্টে বার্সা ফেবারিট কি না এমন প্রশ্নের জবাবে কোচ জাভি হার্নান্দেজ জানিয়েছেন, আমরা ফেবারিট নই প্রতিযোগী। 

প্লাজেনের বিপক্ষে ম্যাচশেষে এমনটি জানিয়েছেন জাভি। তিনি বলেছেন, ‘বলতে চাচ্ছি যে, ইউরোপা লিগ জয়ে আমরা প্রতিযোগী। এবার দুর্দান্ত একটি টুর্নামেন্ট হতে যাচ্ছে। বার্সা, প্রতিযোগী হয়ে সাফল্য অর্জনের জন্য লড়াই করবে।’ 

টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে বার্সা। ক্লাবটির এমন বিদায়ে জাভি বলেছেন, ‘ফলাফল নেতিবাচক। টুর্নামেন্টে আমরা সুযোগ কাজে লাগাতে পারিনি। বায়ার্ন মিউনিখ ও ইন্টার করতে পেরেছে। মিউনিখ ও মিলানে আমরা জিততে পারিনি। শেষে এটিই ফলাফল নির্ধারণ করেছে।’ 

চ্যাম্পিয়নস লিগের শেষ ম্যাচে সান্ত্বনার জয়ে বার্সার হয়ে জোড়া গোল করেছেন ফেরান তোরেস, আর একটি করে গোল করেছেন মার্কোস আলানসো ও পাবলো তোরে। প্লাজেনের হয়ে গোল দুটি করেছেন থমাস কোরি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত