মৌসুমের জঘন্য ম্যাচ খেলেছে বার্সা, দাবি করছেন জাভি
দুর্দান্ত ছন্দে থাকা বার্সেলোনার হঠাৎই হলো ছন্দপতন। ইউরোপা লিগ থেকে ছিটকে যাওয়ার পর এবার লা-লিগায় হারল বার্সা। আলমেরিয়ার বিপক্ষে গতকাল ১-০ গোলে হেরেছে কাতালানরা। কোচ জাভি হার্নান্দেজের মতে, মৌসুমের বাজে ম্যাচ খেলেছে বার্সেলোনা।