Ajker Patrika

ঘুষ কেলেঙ্কারিতে লাপোর্তার পদত্যাগ চান লা-লিগা প্রধান 

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১১: ৪০
ঘুষ কেলেঙ্কারিতে লাপোর্তার পদত্যাগ চান লা-লিগা প্রধান 

বার্সেলোনার বিরুদ্ধে রেফারিকে ঘুষ দেওয়ার অভিযোগ নিয়ে চলছে নানা আলাপ-আলোচনা। হুয়ান লাপোর্তা বার্সা সভাপতি থাকার সময়ই ঘটে এমন ঘটনা। লা-লিগা প্রধান হ্যাভিয়ের তেবাস তাই লাপোর্তার পদত্যাগ চেয়েছেন। 

রেফারিকে ঘুষ দেওয়ার ব্যাপারে ‘বিস্ফোরক প্রতিবেদন’ গত সপ্তাহে প্রকাশ করে স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সার। লাপোর্তা যখন ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত প্রথম দফায় বার্সেলোনার সভাপতি ছিলেন, রেফারিদের টেকনিক্যাল কমিটির সভাপতি ছিলেন হোসে মারিয়া এনরিকুয়েজ নেগ্রেইরা। নেগ্রেইরাকে প্রায় ১৬ কোটি টাকা (১৪ মিলিয়ন ইউরো) ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। নেগ্রেইরা ১৯৯৪ থেকে ২০১৮ পর্যন্ত রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। তেবাস মনে করেন, এই টাকার ব্যাপারে লাপোর্তাকে ব্যাখ্যা দেওয়া উচিত। স্প্যানিশ ক্রীড়া সংবাদমাধ্যম স্পোর্টকে লা লিগা প্রধান বলেন, ‘যদি লাপোর্তা ব্যাখ্যা না দিতে পারেন যে কেন এই টাকা দেওয়া হয়েছে, আমার মতে তার পদত্যাগ করা উচিত।’ 

নেগ্রেইরাকে ঘুষ দেওয়ার ব্যাপারে বার্সেলোনা প্রসিকিউটর অফিসের অভিযোগ, তাঁর (নেগ্রেইরা) মালিকানাধীন কোম্পানি ডিএএসএনআইএল ৯৫-কে ১৬ কোটি টাকা দিয়েছে। লা লিগার রেফারি থাকার সময় নেগ্রেইরাকে ডিএএসএনআইএল-৯৫-এর মাধ্যমে ২০১৬ সালে প্রায় ৬ কোটি টাকা, ২০১৭ সালে প্রায় ৬ কোটি ২ লাখ টাকা এবং সর্বশেষ ২০১৮ সালে ৩ কোটি ৬ লাখ টাকা গ্রহণ করেন। যদিও নেগ্রেইরা এবং তাঁর সন্তান প্রসিকিউটরদের সামনে এই অভিযোগ অস্বীকার করেছেন। নেগ্রেইরা জানিয়েছেন, রেফারি থাকার সময় টাকার বিনিময়ে তিনি বার্সাকে মাঠে কখনো আনুকূল্য দেখাননি। যদি এই অভিযোগ সত্যি প্রমাণিত হয়, তাহলে লা লিগা থেকে অবনমন, পয়েন্টও কাটা হতে পারে কাতালান জায়ান্টদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ