Ajker Patrika

ইউরোপা লিগ থেকে বার্সার বিদায়ে ক্ষুব্ধ পিকে 

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ২১
ইউরোপা লিগ থেকে বার্সার বিদায়ে ক্ষুব্ধ পিকে 

টানা দুই মৌসুমের ইউরোপা লিগে নকআউট থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা। গতকাল ইউরোপা লিগের দ্বিতীয় লেগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হেরে শেষ ষোলোতে বিদায় নেয় বার্সা। কাতালানদের ইউরোপা লিগ থেকে বিদায়ে ক্ষুব্ধ হয়েছেন জেরার্ড পিকে।

ন্যু ক্যাম্পে ইউরোপা লিগের বার্সেলোনা-ম্যানচেস্টার ইউনাইটেডের শেষ ষোলোর প্রথম লেগ ২-২ গোলে ড্র হয়েছিল। তাউ ওল্ড ট্রাফোর্ডে গতকাল দ্বিতীয় লেগের ম্যাচ হয়ে যায় কোয়ার্টার ফাইনালে যাওয়ার নির্ধারণী ম্যাচ। ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েছিল বার্সা। ১৮ মিনিটে পেনাল্টিতে গোল করেছিলেন বার্সেলোনা ফরোয়ার্ড রবার্ট লেভানডফস্কি। দ্বিতীয়ার্ধে দুই ব্রাজিলিয়ানের গোলে ২-১ গোলে জিতে শেষ আটে পৌঁছে যায় রেড ডেভিলরা। ৪৭ ও ৭৩ মিনিটে গোল করেছিলেন ফ্রেড ও আন্তোনি। এগিয়ে গিয়েও ম্যাচ হেরে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পিকে। বার্সেলোনার সাবেক এই ডিফেন্ডার বলেন, ‘খুব বাজে একটা ম্যাচ হয়েছে।’

গত বছরের ২৬ অক্টোবর চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরেছিল বার্সেলোনা। এরপর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৮ ম্যাচ অপরাজিত থেকেছিল বার্সা। গতকাল ওল্ড ট্রাফোর্ডে বার্সার অপরাজেয় থাকার দৌড় থামিয়ে দেয় ম্যান ইউ। তবে লা-লিগায় এখনও শীর্ষে রয়েছে কাতালানরা। ২২ ম্যাচ শেষে ৫৯ পয়েন্ট এখন বার্সার। সমানসংখ্যক ম্যাচ খেলে ৫১ পয়েন্ট নিয়ে লা-লিগায় দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত