Ajker Patrika

বার্সায় দীর্ঘদিন খেলে যেতে চান লেভা

বার্সায় দীর্ঘদিন খেলে যেতে চান লেভা

বয়স ৩৫ ছুঁই ছুঁই রবার্ট লেভানডফস্কির। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় খেলছেন বার্সেলোনার হয়ে। বার্সার জার্সিতে আরও অনেকদিন খেলে যেতে চান লেভানডফস্কি। 

বায়ার্ন মিউনিখে দীর্ঘ ৮ বছরের ক্যারিয়ার শেষে গত বছর বার্সেলোনায় যোগ দিয়েছেন লেভা। চলতি মৌসুমে বার্সার জার্সিতে সব প্রতিযোগিতা মিলে ৩১ ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ২৫ গোল এবং ৬ গোলে অ্যাসিস্ট করেছেন। লা-লিগার পয়েন্ট তালিকায় বার্সার শীর্ষে রয়েছে লেভার ‘গোলমেশিন’ হওয়ার সুবাদে। ১৫ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা পোলিশ এই ফরোয়ার্ড।

বার্সেলোনায় দীর্ঘদিন খেলে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন লেভা। বার্সা ম্যাগাজিনকে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপারে পোলিশ এই ফরোয়ার্ড বলেন, ‘আমি জানি না বার্সায় আমি আর কত বছর খেলব। আরও কয়েক বছর সর্বোচ্চ পর্যায়ে খেলে যেতে পারি বলে আমি বিশ্বাস করি। এটা নিশ্চিত যে শুধু এক-দুই বছর না। এখানে অনেক বছর থাকতে পারব বলে আমি আশা করছি।’

চলমান মৌসুমে বার্সেলোনায় এরই মধ্যে একটা শিরোপা জিতেছেন লেভা। স্প্যানিশ সুপার কাপে রিয়াল মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জেতে কাতালানরা। ফাইনালে এক গোল করেছেন এবং একটি গোলে অ্যাসিস্ট করেছেন পোলিশ এই ফরোয়ার্ড। এর আগে বায়ার্নের হয়ে টানা ৮ মৌসুম বুন্দেসলিগা জিতেছিলেন লেভা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

সাবেক ‘র’-এর প্রধানের নেতৃত্বে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত