Ajker Patrika

এল ক্লাসিকোর আগে বড় দুঃসংবাদ বার্সা শিবিরে

এল ক্লাসিকোর আগে বড় দুঃসংবাদ বার্সা শিবিরে

দুঃসংবাদ যেন পিছুই ছাড়ছে না বার্সালোনার। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হেরে ইউরোপা লিগ থেকে বিদায়ের ক্ষত না শুকাতেই লা লিগায় আলমেরিয়ার কাছে হেরেছে কাতালান জায়ান্টরা। 

তার মধ্যে পড়ল ‘কাঁটা ঘায়ে পড়ল নুনের ছিটা’। গতকাল আলমেরিয়ার বিপক্ষে হ্যামস্ট্রিয়ের চোটে পড়েন জাভির আক্রমণভাগের অন্যতম অস্ত্র রবার্ট লেভানডফস্কি। চোটে পড়ায় এই পোলিশ ফরোয়ার্ডকে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে বলে নিশ্চিত করেছে বার্সালোনা। 

যার ফলে আগামী বৃহস্পতিবার কোপা দেল রে’র প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোয় লেভাকে পাচ্ছেন না জাভি। বার্সালোনা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছে, ‘লেভানডফস্কি বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন। তিনি ছিটকে গেছেন এবং কখন ফিরবেন সেটা নির্ভর করছে তাঁর সেরে ওঠার ওপর।’ 

চলতি মৌসুমে ৩১ ম্যাচে ২৫ গোল করেছেন লেভানডফস্কি। মৌসুমের মাঝামাঝি সময়ে গুরুত্বর্পূণ সূচিতে এই ফরোওয়ার্ডের অনুপস্থিতি বার্সাকে নিশ্চিতভাবে ভোগাবে। ক্যাম্প ন্যুয়ের এই তারকা ফুটবলার ছাড়াও ওসমান দেম্বেলে এবং পেদ্রি মার্চের মাঝামাঝি সময় পর্যন্ত থাকবেন মাঠের বাইরে। 

মাঠে বিবর্ণ পারফরমেন্সের সঙ্গে আর্থিকভাবেও স্বচ্ছন্দে নেই বার্সালোনা। চুক্তি অনুযায়ী মৌসুমে লেভানডফস্কি ২৫ গোল করলেই কাতালোনিয়ার এই ক্লাবটিকে ১৬ কোটি ৫০ লাখ টাকা পরিশোধ করতে হবে জার্মান ক্লাব বার্য়ান মিউনিখকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত