নতুন কোচ খুঁজছে বাফুফে
পরপর দুই টুর্নামেন্টে নতুন দুই কোচ। সাফে ছিলেন অস্কার ব্রুজোন, চার জাতি টুর্নামেন্টে দায়িত্ব পেয়েছেন আবাহনীর কোচ মারিও লেমোস। প্রতি টুর্নামেন্টে এভাবে অন্তর্বর্তীকালীন কোচের ওপর দায়িত্ব দিয়ে ভরসা পাচ্ছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফেডারেশনের পরিকল্পনা এবার দীর্ঘ সময়ের জন্য নতুন কোচ নিয়োগের।