নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্বাধীন বাংলাদেশে এক ফুটবল একাডেমি গড়তেই ৫০ বছর লেগে গেল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। নিজ উদ্যোগে প্রথম একাডেমি উদ্বোধনের পর বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের ‘ওয়াদা’, আগামী এক বছরের মধ্যে আরও বেশ কয়েকটি একাডেমির কাজ শুরু করবে ফেডারেশন!
অনূর্ধ্ব-১৫ দলের ৫০ ফুটবলারকে নিয়ে গত ১১ আগস্ট থেকে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে পথচলা শুরু ‘বাফুফে এলিট ফুটবল একাডেমি’র। আজ আনুষ্ঠানিকভাবে একাডেমির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
নামের পাশে ‘এলিট’ শব্দটি থাকলেও কমলাপুর স্টেডিয়ামের আশপাশের পরিবেশ, কিশোর ফুটবলারদের থাকার জায়গা, আনুষঙ্গিক সুযোগ-সুবিধা নিয়ে আছে বিস্তর অভিযোগ। ঠিক কিসের ভিত্তিতে এই একাডেমিকে এলিট বা অভিজাত একাডেমি বলা হচ্ছে, সেই প্রশ্নের জবাবে সালাউদ্দিনের উত্তর, ‘এটাই দেশের একমাত্র একাডেমি, যেখানে কোচ বিদেশি। খেলোয়াড়েরা বিদেশে যাবে। তাদের মানসিকতা বড় হবে। আগে তো অনেক কিছু হয়েছে আবার হয় নাই। পঞ্চাশ বছরে তো প্রথম একাডেমি করেছি।’
কমলাপুরের স্টেডিয়ামের কোলাহলে ভরা পরিবেশ উঠতি ফুটবলারদের ফুটবলের জ্ঞান বিকাশে আসলেই উপযুক্ত কি না—এমন প্রশ্নের জবাবে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘আমরাও কিন্তু বড় হয়েছি এমন পরিবেশে। ভবিষ্যতে যদি নির্জন, গ্রামের কোনো পরিবেশে নিয়ে যাওয়া যায়, তাহলে এই কিশোরেরা আরও মনোযোগী হতে পারবে।’
এর আগে সিলেট বিকেএসপিতে একাডেমির কার্যক্রম শুরু করতে চেয়েও অর্থাভাবে তা বন্ধ করতে বাধ্য হয়েছে বাফুফে। এই একাডেমির ক্ষেত্রেও সেটাই ঘটবে কি না, সেই প্রশ্নের উত্তরে সালাউদ্দিনের প্রতিশ্রুতি, ‘এক একাডেমি দিয়ে কোনো এক দেশের ফুটবল হয় না। গত বছর একসঙ্গে ৩০০ একাডেমি খুলেছে চীন। আমাদের কাছে শক্তি নাই। কিন্তু আমি ওয়াদা করছি, আগামী বছরের মধ্যে আরও পাঁচ-ছয়টা একাডেমির কাজ শুরু হয়ে যাবে।’
অর্থাভাবে এই একাডেমির কাজও বন্ধ হয়ে যাবে না তো? প্রতিমন্ত্রী বলেছেন, ‘বাফুফের সঙ্গে আমাদের অর্থনৈতিক বিষয়ে এখনো কোনো আলাপ হয়নি। যদিও বাফুফে এখন পর্যন্ত সক্ষম পরিচালনার ক্ষেত্রে, ভবিষ্যতে অবশ্যই আলোচনার মাধ্যমে করণীয় ঠিক হবে।’
স্বাধীন বাংলাদেশে এক ফুটবল একাডেমি গড়তেই ৫০ বছর লেগে গেল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। নিজ উদ্যোগে প্রথম একাডেমি উদ্বোধনের পর বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের ‘ওয়াদা’, আগামী এক বছরের মধ্যে আরও বেশ কয়েকটি একাডেমির কাজ শুরু করবে ফেডারেশন!
অনূর্ধ্ব-১৫ দলের ৫০ ফুটবলারকে নিয়ে গত ১১ আগস্ট থেকে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে পথচলা শুরু ‘বাফুফে এলিট ফুটবল একাডেমি’র। আজ আনুষ্ঠানিকভাবে একাডেমির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
নামের পাশে ‘এলিট’ শব্দটি থাকলেও কমলাপুর স্টেডিয়ামের আশপাশের পরিবেশ, কিশোর ফুটবলারদের থাকার জায়গা, আনুষঙ্গিক সুযোগ-সুবিধা নিয়ে আছে বিস্তর অভিযোগ। ঠিক কিসের ভিত্তিতে এই একাডেমিকে এলিট বা অভিজাত একাডেমি বলা হচ্ছে, সেই প্রশ্নের জবাবে সালাউদ্দিনের উত্তর, ‘এটাই দেশের একমাত্র একাডেমি, যেখানে কোচ বিদেশি। খেলোয়াড়েরা বিদেশে যাবে। তাদের মানসিকতা বড় হবে। আগে তো অনেক কিছু হয়েছে আবার হয় নাই। পঞ্চাশ বছরে তো প্রথম একাডেমি করেছি।’
কমলাপুরের স্টেডিয়ামের কোলাহলে ভরা পরিবেশ উঠতি ফুটবলারদের ফুটবলের জ্ঞান বিকাশে আসলেই উপযুক্ত কি না—এমন প্রশ্নের জবাবে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘আমরাও কিন্তু বড় হয়েছি এমন পরিবেশে। ভবিষ্যতে যদি নির্জন, গ্রামের কোনো পরিবেশে নিয়ে যাওয়া যায়, তাহলে এই কিশোরেরা আরও মনোযোগী হতে পারবে।’
এর আগে সিলেট বিকেএসপিতে একাডেমির কার্যক্রম শুরু করতে চেয়েও অর্থাভাবে তা বন্ধ করতে বাধ্য হয়েছে বাফুফে। এই একাডেমির ক্ষেত্রেও সেটাই ঘটবে কি না, সেই প্রশ্নের উত্তরে সালাউদ্দিনের প্রতিশ্রুতি, ‘এক একাডেমি দিয়ে কোনো এক দেশের ফুটবল হয় না। গত বছর একসঙ্গে ৩০০ একাডেমি খুলেছে চীন। আমাদের কাছে শক্তি নাই। কিন্তু আমি ওয়াদা করছি, আগামী বছরের মধ্যে আরও পাঁচ-ছয়টা একাডেমির কাজ শুরু হয়ে যাবে।’
অর্থাভাবে এই একাডেমির কাজও বন্ধ হয়ে যাবে না তো? প্রতিমন্ত্রী বলেছেন, ‘বাফুফের সঙ্গে আমাদের অর্থনৈতিক বিষয়ে এখনো কোনো আলাপ হয়নি। যদিও বাফুফে এখন পর্যন্ত সক্ষম পরিচালনার ক্ষেত্রে, ভবিষ্যতে অবশ্যই আলোচনার মাধ্যমে করণীয় ঠিক হবে।’
রিশাদ হোসেন ইনিংসের পঞ্চম বলে ছক্কা মারতে পারলেন না। তখনই ফাইনাল নিশ্চিত করে ফেলে পাকিস্তান। ইনিংসের শেষ বলে হারিস রউফ ডট দিয়ে সারেন আনুষ্ঠানিকতা। বাংলাদেশ ১১ রানে হেরে যাওয়ায় এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবার হতে যাচ্ছে ভারত-পাকিস্তান ফাইনাল।
২ মিনিট আগেবাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টিতে জাকের আলী অনিক মেরেছেন ৩৮ ছক্কা। চারের সংখ্যা ৩৪। তাহলে তাঁর ছক্কা মারার সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠার কারণ কী? কারণ, এই ছক্কাগুলোর বেশির ভাগ তিনি মেরেছেন দ্বিপক্ষীয় সিরিজে। কিন্তু মেজর টুর্নামেন্টের সময় যে ছক্কা মারতেই পারেন না ‘ফিনিশার’ তকমা পাওয়া জাকের।
৪০ মিনিট আগেপাকিস্তানের স্কোরবোর্ডে যখন ১৩৫ রান উঠল, তাদের ভক্ত-সমর্থকেরা জয়ের আশা হয়তো তেমন একটা করেননি। দুবাইয়ের পিচ যতই ধীর গতির হোক, এত কম রান ডিফেন্ড করতে পাকিস্তানকে করতে হতো বিশেষ কিছুই। সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান সেটা করে দেখিয়েছে বাংলাদেশের বিপক্ষে।
২ ঘণ্টা আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশকে ১১ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে পাকিস্তান। এদিকে ভারত তো আগেই উঠে গেছে ফাইনালে। শিরোপা নির্ধারণী ম্যাচে পরশু মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। তার আগে আজ টুর্নামেন্টের নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা।
৩ ঘণ্টা আগে