Ajker Patrika

অর্থমন্ত্রীর কাছে ৩০ কোটি টাকা চাইবে বাফুফে

নিজস্ব প্রতিবেদক
অর্থমন্ত্রীর কাছে ৩০ কোটি টাকা চাইবে বাফুফে

ঢাকা: এবারের বাজেটে আলাদা কোনো বরাদ্দ পায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবু সরকারের কাছে বাড়তি বরাদ্দের আশা এখনো ছাড়েনি ফেডারেশন। প্রয়োজনে অর্থমন্ত্রীর আ হ ম মুস্তফা কামালের সঙ্গে দেখা করে বাড়তি বাজেট চাওয়া হবে, আজ এমনটাই জানিয়েছেন বাফুফে সহসভাপতি আবদুস সালাম মূর্শেদি।

গতবারের বাজেটে আলাদাভাবে ২০ কোটি টাকা পেয়েছিল বাফুফে। এবার বরাদ্দ হিসেবে ৫০ কোটি টাকা চেয়েছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তবে গতবারের খরচ নিয়ে আপত্তি থাকায় এবারের বাজেটে আলাদা কোনো বরাদ্দ দেওয়া হয়নি ফেডারেশনটিকে। চাপে পড়ে তাই টাকার অঙ্ক কমাচ্ছে বাফুফে। ৫০ কোটি নয়, অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে ৩০ কোটি টাকা চাওয়া হবে বলে জানিয়েছেন সালাম মূর্শেদি। আজ পেশাদার লিগ কমিটির সভা শেষে তিনি বলেছেন,‘অর্থমন্ত্রী সময় দিলেই তাঁর সঙ্গে আমরা কথা বলতে চাই।’

বিশ্বকাপ বাছাইপর্ব শেষে ২২ জুন থেকে শুরু হওয়ার কথা বিপিএল ফুটবলের দ্বিতীয় পর্ব। তবে সেটি পেছাবে বলে জানিয়েছেন লিগ কমিটি প্রধানের দায়িত্বে থাকা সালাম মূর্শেদি। ওমানের বিপক্ষে ১৫ জুন নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। কাতার থেকে ফিরে কোয়ারেন্টিন পর্ব শেষ করতে হবে জাতীয় দলের ফুটবলারদের। জাতীয় দলের খেলোয়াড়দের ছাড়া লিগ শুরু করতে চায় না লিগের দলগুলো। তিনি জানিয়েছেন, খেলোয়াড়দের কোয়ারেন্টিন পর্ব কমিয়ে আনতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করছে বাফুফে। লিগের দ্বিতীয় পর্বে মাঠের সংখ্যা চার থেকে তিনে নেমে আসতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত