নিজস্ব প্রতিবেদক
ঢাকা: সৌদি আরবে প্রস্তুতি নেওয়ার সুযোগ বাতিল হয়ে গেছে। বাংলাদেশ দলের খেলোয়াড়দের চোখেমুখে রাজ্যের হতাশা। জামাল ভূঁইয়া তো ক্ষোভই ঝাড়লেন আজ। বিরক্ত-হতাশ কণ্ঠে বললেন, যা বোঝার ফেডারেশনই বুঝবে!
দুই দিনের টানাহেঁচড়া শেষে কাল রাতে শেষ হয়েছে বাংলাদেশ দলের সৌদি যাওয়ার সম্ভাবনা। ব্যাগপত্তর গুছিয়ে রেখেছিলেন ফুটবলাররা। কাল সকালে উঠে হোয়াটসঅ্যাপে বাফুফে তাঁদের জানাল, যাওয়া হচ্ছে না! সৌদি পৌঁছে কোয়ারেন্টিনে থাকতে হবে কি না, সে বিষয়ে কোনো নিশ্চয়তা পায়নি বাফুফে। প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোন ভরসায় খেলোয়াড়দের আশা দিয়েছিল বাফুফে—এই উত্তর অজানা।
বিদেশে নিতে ব্যর্থ বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৭ মে দেশের মাঠে একটি প্রস্তুতি ম্যাচ আয়োজন করা হচ্ছে। সেভাবেই যেন প্রস্তুত থাকেন খেলোয়াড়েরা। ফুটবলাররা বিষয়টিকে দেখছেন ‘মন্দের ভালো’ হিসেবে। তবে দলের সবার চাওয়া ছিল দেশের বাইরে অন্তত একটি প্রস্তুত ম্যাচ।
বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম লেগে কাতারের বিপক্ষে খেলার আগে এক মাস ক্যাম্পে ছিলেন ফুটবলাররা। ম্যাচ খেলেছেন ভুটানের বিপক্ষে। কাতার ম্যাচের পর প্রতিপক্ষ ছিল ভারত। ম্যাচটায় ভারতকে তাদের মাটিতেই ১-১ গোলে রুখে দিয়েছিল বাংলাদেশ।
বাছাইয়ের দ্বিতীয় পর্বের আগে দুবার দেশের বাইরে নেওয়ার কথা বলেও নিতে পারেনি বাফুফে। আজ অনুশীলন শেষে জামালকে বিষয়টি সংবাদকর্মীরা মনে করিয়ে দিতেই বাফুফের ওপর ক্ষোভ ঝাড়লেন জামাল, ‘এটা কি খেলোয়াড়দের দোষ? খেলোয়াড়েরা কোনো কিছু ঠিক করে না। এ বিষয় ফেডারেশন ঠিক করবে। আমাদের এসব বিষয়ে জিজ্ঞেস করবেন না। এগুলো ফেডারেশনের দায়িত্ব।’
নিজেদের ভুল-ত্রুটি কোথায়, তা নিয়ে অন্ধকারেই আছেন জামাল। এখন কোনোরকম একটা ম্যাচ খেলতে পারলেই খুশি বাংলাদেশ অধিনায়ক, ‘প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে ভালো। দলে নতুন খেলোয়াড় এসেছে। নতুন কৌশল যোগ হয়েছে। এসব বিষয়গুলো নিয়ে কাজ করা যাবে।’
সৌদি যেতে না পারার সঙ্গে জাতীয় দলে যোগ হয়েছে করোনা–আতঙ্ক! মো. ইব্রাহিমের পর ক্যাম্পে থাকা আরেক ফুটবলার কোভিড পজিটিভ হয়েছেন। তবে ফিফার নিয়ম অনুযায়ী বিষয়টি নিয়ে মুখ খুলছে না বাফুফে। জানা গেছে, আক্রান্ত ফুটবলার একজন ফরোয়ার্ড। টানা দ্বিতীয় দিনের মতো আজও অনুশীলন করেননি উইঙ্গার মাহবুবুর রহমান সুফিল ও মিডফিল্ডার মো. আবদুল্লাহ। গুঞ্জন আছে, সুফিলই সেই করোনা আক্রান্ত খেলোয়াড়।
ঢাকা: সৌদি আরবে প্রস্তুতি নেওয়ার সুযোগ বাতিল হয়ে গেছে। বাংলাদেশ দলের খেলোয়াড়দের চোখেমুখে রাজ্যের হতাশা। জামাল ভূঁইয়া তো ক্ষোভই ঝাড়লেন আজ। বিরক্ত-হতাশ কণ্ঠে বললেন, যা বোঝার ফেডারেশনই বুঝবে!
দুই দিনের টানাহেঁচড়া শেষে কাল রাতে শেষ হয়েছে বাংলাদেশ দলের সৌদি যাওয়ার সম্ভাবনা। ব্যাগপত্তর গুছিয়ে রেখেছিলেন ফুটবলাররা। কাল সকালে উঠে হোয়াটসঅ্যাপে বাফুফে তাঁদের জানাল, যাওয়া হচ্ছে না! সৌদি পৌঁছে কোয়ারেন্টিনে থাকতে হবে কি না, সে বিষয়ে কোনো নিশ্চয়তা পায়নি বাফুফে। প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোন ভরসায় খেলোয়াড়দের আশা দিয়েছিল বাফুফে—এই উত্তর অজানা।
বিদেশে নিতে ব্যর্থ বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৭ মে দেশের মাঠে একটি প্রস্তুতি ম্যাচ আয়োজন করা হচ্ছে। সেভাবেই যেন প্রস্তুত থাকেন খেলোয়াড়েরা। ফুটবলাররা বিষয়টিকে দেখছেন ‘মন্দের ভালো’ হিসেবে। তবে দলের সবার চাওয়া ছিল দেশের বাইরে অন্তত একটি প্রস্তুত ম্যাচ।
বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম লেগে কাতারের বিপক্ষে খেলার আগে এক মাস ক্যাম্পে ছিলেন ফুটবলাররা। ম্যাচ খেলেছেন ভুটানের বিপক্ষে। কাতার ম্যাচের পর প্রতিপক্ষ ছিল ভারত। ম্যাচটায় ভারতকে তাদের মাটিতেই ১-১ গোলে রুখে দিয়েছিল বাংলাদেশ।
বাছাইয়ের দ্বিতীয় পর্বের আগে দুবার দেশের বাইরে নেওয়ার কথা বলেও নিতে পারেনি বাফুফে। আজ অনুশীলন শেষে জামালকে বিষয়টি সংবাদকর্মীরা মনে করিয়ে দিতেই বাফুফের ওপর ক্ষোভ ঝাড়লেন জামাল, ‘এটা কি খেলোয়াড়দের দোষ? খেলোয়াড়েরা কোনো কিছু ঠিক করে না। এ বিষয় ফেডারেশন ঠিক করবে। আমাদের এসব বিষয়ে জিজ্ঞেস করবেন না। এগুলো ফেডারেশনের দায়িত্ব।’
নিজেদের ভুল-ত্রুটি কোথায়, তা নিয়ে অন্ধকারেই আছেন জামাল। এখন কোনোরকম একটা ম্যাচ খেলতে পারলেই খুশি বাংলাদেশ অধিনায়ক, ‘প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে ভালো। দলে নতুন খেলোয়াড় এসেছে। নতুন কৌশল যোগ হয়েছে। এসব বিষয়গুলো নিয়ে কাজ করা যাবে।’
সৌদি যেতে না পারার সঙ্গে জাতীয় দলে যোগ হয়েছে করোনা–আতঙ্ক! মো. ইব্রাহিমের পর ক্যাম্পে থাকা আরেক ফুটবলার কোভিড পজিটিভ হয়েছেন। তবে ফিফার নিয়ম অনুযায়ী বিষয়টি নিয়ে মুখ খুলছে না বাফুফে। জানা গেছে, আক্রান্ত ফুটবলার একজন ফরোয়ার্ড। টানা দ্বিতীয় দিনের মতো আজও অনুশীলন করেননি উইঙ্গার মাহবুবুর রহমান সুফিল ও মিডফিল্ডার মো. আবদুল্লাহ। গুঞ্জন আছে, সুফিলই সেই করোনা আক্রান্ত খেলোয়াড়।
ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে আজ পুরুষ, নারী দুই দলেরই খেলা রয়েছে। দুই ম্যাচেই মুখোমুখি হবে লন্ডন স্পিরিট-ম্যানচেস্টার অরিজিনালস। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৯ মিনিট আগেপুরো টুর্নামেন্টে ৭ ম্যাচের কেবল ১ ম্যাচে হার। বলা হচ্ছে এখানে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কথা। জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশকে নিয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গতকাল। হারারের ফাইনালে প্রোটিয়াদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শিরোপা উঁচিয়ে ধরল...
৩১ মিনিট আগেওয়েম্বলিতে গত রাতে ফাইনাল হয়েছে ফাইনালের মতোই। কমিউনিটি শিল্ড ফাইনালে প্রাণপণে লড়েছে ক্রিস্টাল প্যালেস-লিভারপুল। এমনকি পেনাল্টি শুটআউটেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে প্যালেস।
১ ঘণ্টা আগেঘরোয়া ফুটবল শুরু হতে দেরি আরও এক মাস। আবাহনী লিমিটেডকে প্রস্তুতিতে নামতে হয়েছে অনেকটা আগে। কাল জাতীয় স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে