নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০১৭ সালে বাংলাদেশ জাতীয় দলের ট্রেইনার ছিলেন মারিও লেমোস। চার বছর পর এবার সেই জাতীয় দলেরই মূল কোচের দায়িত্ব পেয়েছেন তিন মৌসুম ধরে আবাহনীকে কোচিং করানো এই পর্তুগিজ কোচ।
মূল কোচ জেমি ডেকে দুই মাসের অব্যাহতি দিয়ে বসুন্ধরা কিংস কোচ অস্কার ব্রুজোনকে সাফের দায়িত্ব দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জামালদের সাফের ফাইনালে তুলতে না পারলেও খুব খারাপ করেছেন ব্রুজোন, তা বলা যাবে না।
তবে শ্রীলঙ্কায় আগামী মাসে চার জাতি টুর্নামেন্টে বাফুফে তাঁকে চাইলেও দায়িত্ব নিতে রাজি হননি ব্রুজোন। চার সপ্তাহের ছুটিতে ফিরে গেছেন স্পেনে। চার জাতি টুর্নামেন্টে তাই নতুন কোচের প্রয়োজন পড়তই। এই টুর্নেমেন্টে কোচ হিসেবে মারুফুল হকের কথা শোনা গেলেও শেষ পর্যন্ত লেমোসকেই বেছে নিয়েছে বাফুফে।
ব্রুজোনের মতো তিন বছর ধরে বাংলাদেশে আছেন লেমোসও। আবাহনী এএফসি কাপের ইন্টার-রিজিওনাল সেমিফাইনালে উঠেছিল তাঁর হাত ধরে। লেমোস এখন ছুটিতে আছেন পর্তুগালে। ভিসা পেয়ে গেলে দুই-এক দিনের মধ্যে ঢাকায় ফিরবেন তিনি। এরপর ২৫ অক্টোবর থেকে জাতীয় ক্যাম্প শুরু হবে বলে জানিয়েছেন বাফুফে জাতীয় দল কমিটির প্রধান কাজী নাবিল আহমেদ।
আগামী মাসে শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্ট শুরু হবে। সেখানে জামালদের কোচ হিসেবে থাকবেন লেমোস। বাংলাদেশের ম্যাচ তিনটি হবে নভেম্বরের ৮, ১১ ও ১৪ তারিখে।
২০১৭ সালে বাংলাদেশ জাতীয় দলের ট্রেইনার ছিলেন মারিও লেমোস। চার বছর পর এবার সেই জাতীয় দলেরই মূল কোচের দায়িত্ব পেয়েছেন তিন মৌসুম ধরে আবাহনীকে কোচিং করানো এই পর্তুগিজ কোচ।
মূল কোচ জেমি ডেকে দুই মাসের অব্যাহতি দিয়ে বসুন্ধরা কিংস কোচ অস্কার ব্রুজোনকে সাফের দায়িত্ব দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জামালদের সাফের ফাইনালে তুলতে না পারলেও খুব খারাপ করেছেন ব্রুজোন, তা বলা যাবে না।
তবে শ্রীলঙ্কায় আগামী মাসে চার জাতি টুর্নামেন্টে বাফুফে তাঁকে চাইলেও দায়িত্ব নিতে রাজি হননি ব্রুজোন। চার সপ্তাহের ছুটিতে ফিরে গেছেন স্পেনে। চার জাতি টুর্নামেন্টে তাই নতুন কোচের প্রয়োজন পড়তই। এই টুর্নেমেন্টে কোচ হিসেবে মারুফুল হকের কথা শোনা গেলেও শেষ পর্যন্ত লেমোসকেই বেছে নিয়েছে বাফুফে।
ব্রুজোনের মতো তিন বছর ধরে বাংলাদেশে আছেন লেমোসও। আবাহনী এএফসি কাপের ইন্টার-রিজিওনাল সেমিফাইনালে উঠেছিল তাঁর হাত ধরে। লেমোস এখন ছুটিতে আছেন পর্তুগালে। ভিসা পেয়ে গেলে দুই-এক দিনের মধ্যে ঢাকায় ফিরবেন তিনি। এরপর ২৫ অক্টোবর থেকে জাতীয় ক্যাম্প শুরু হবে বলে জানিয়েছেন বাফুফে জাতীয় দল কমিটির প্রধান কাজী নাবিল আহমেদ।
আগামী মাসে শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্ট শুরু হবে। সেখানে জামালদের কোচ হিসেবে থাকবেন লেমোস। বাংলাদেশের ম্যাচ তিনটি হবে নভেম্বরের ৮, ১১ ও ১৪ তারিখে।
ফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখত কাজ চালিয়ে যাবেন তিনি।
৪৪ মিনিট আগেবাফুফে ভবনের চার তলায় থাকেন নারী ফুটবলাররা। ক্যাম্পের খাবার নিয়ে প্রায়ই সমালোচনা করতে দেখা যায় কোচ পিটার বাটলার। ফুটবলারদের মধ্যে সঠিক পুষ্টির অভাবও দেখতে পান তিনি। বাটলার কথার সঙ্গে খুব একটা একমত নন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
১ ঘণ্টা আগেখেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২ ঘণ্টা আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
৩ ঘণ্টা আগে