পাহাড়ে বাদাড়ে স্থানীয়দের মুখে বাঘ নিয়ে রোমহর্ষক গল্প
বালক বয়সে হবিগঞ্জের মাধবপুরে নানার বাড়িতে গেলেই নানিকে চেপে ধরতাম আমরা পুরোনো দিনের গল্প শোনার জন্য। ভুতুড়ে কাণ্ড-কীর্তি অন্যদের টানত বেশি। তবে আমার আগ্রহে বাঘের আক্রমণের কাহিনিও বলতেন মাঝেসাঝে। বিশাল আকারের লোহাগড়া বাঘ, কেন্দুয়ার বাঘ, ফুলেশ্বরী—কত ধরনের বাঘের গল্প!