Ajker Patrika

নাইক্ষ্যংছড়িতে ৫৭ চোরাই গরু জব্দ

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  
নাইক্ষ্যংছড়িতে ৫৭ চোরাই গরু জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এক দিনে ৫৭টি চোরাই গরু আটক করেছে বিজিবি। এ ছাড়া তিন মাসে দেড় কোটি টাকার চোরাচালান জব্দ করা হয়। গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ১১ বিজিবি ব্যাটালিয়ন সদরের জোন কমান্ডার ও  অধিনায়ক লে. কর্নেল মো. রেজাউল করিম।

লে. কর্নেল মো. রেজাউল করিম বলেন, গত বৃহস্পতিবার ভোরে ১১ বিজিবির অধীন তীরের ডিবা বিওপি ৩১টি গরু আটক করে।এ ছাড়া সীমান্তের অন্য কয়েকটি বিওপি এলাকা থেকে আরও ২৬টি গরুসহ মোট ৫৭টি গরু আটক করে তারা।

তিনি আরও বলেন, এভাবে গরুসহ চোরাই পণ্য আটকে বিজিবি আন্তরিকভাবে তৎপর রয়েছে।

তাঁর দেওয়া তথ্যমতে, বিজিবি গত তিন মাসে চোরাই গরুসহ ৩ কোটি ৫৮ লাখ ৩৭ হাজার টাকার চোরাই মালপত্র জব্দ করেছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিজিবি কমান্ডার বলেন, তাঁরা সীমান্তের অসহায় গরিব মানুষের পাশে থেকে শিক্ষা, চিকিৎসা, শীতবস্ত্র বিতরণ এবঙ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানকে আর্থিক অনুদান দিয়েছেন। এতে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন রাফি উস হাসান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত