Ajker Patrika

বান্দরবানে জঙ্গি সংগঠন শারক্বীয়ার অভ্যন্তরীন কোন্দলে খুন হন এক সদস্য

বান্দরবান সংবাদদাতা
বান্দরবানে জঙ্গি সংগঠন শারক্বীয়ার অভ্যন্তরীন কোন্দলে খুন হন এক সদস্য

বান্দরবানের রুমায় জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার অভ্যন্তরীন কোন্দলে খুন হন এক সদস্য। পরে তাঁকে সেখানে কবর দেওয়া হয়। কবরটির অবস্থান চিহ্নিত করেছে পুলিশ। স্থানীয় প্রশাসন মরদেহটি উদ্ধারে কার্যক্রম চালাচ্ছে। তবে ওই জঙ্গির পরিচয় পাওয়া যায়নি।

আজ শনিবার সন্ধ্যায় রুমা উপজেলা কর্মকর্তা (ইউএনও)  মো. মামুন শিবলী বিষয়টি নিশ্চিত করেন।

সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার’ ৫ সদস্যকে রাঙামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। পরে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের রিমান্ডে পাঠান আদালত। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের মধ্যে কলহের জেরে একজনকে হত্যা করে কবর দেওয়ার কথা স্বীকার করেন। 

এমন তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ও র‌্যাবের একটি দল দুই জঙ্গিকে নিয়ে উদ্ধার কাজে নামে। তাঁরা বান্দরবানের থানচি উপজেলা হয়ে রুমা উপজেলার রেমাক্রি প্রাংসা ইউনিয়নের দুর্গম লুয়ংমুয়াল পাড়া এলাকার পাহাড়ে নিহত জঙ্গির কবর শনাক্ত করেন।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন আজকের পত্রিকাকে জানান, আদালতের নির্দেশে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নিহত জঙ্গির মরদেহ উত্তোলনের সিদ্ধান্ত ছিল। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে যাত্রা বাতিল করা হয়। এ অবস্থায় আমাগীকাল রোববার মরদেহ উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন শিবলী আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতের নির্দেশে আগামীকাল রোববার মরদেহটি উদ্ধার করতে ঘটনাস্থলে যাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত