বক্স অফিসে ধুঁকছে সালমান-ক্যাটরিনার ‘টাইগার থ্রি’
মুক্তির ১৮তম দিনে এসেও ৩০০ কোটি রুপি থেকে বেশ দূরে সালমান খানের ‘টাইগার ৩ ’। টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা বক্স অফিসে এভাবে ধুঁকবে তা কল্পনাও করেনি কেউ। যেখানে চলতি বছরে বলিউডের তিনটি সিনেমার শুধু ভারতে আয় পেরিয়েছে ৫০০ কোটি রুপির ঘর। ‘জওয়ান’, ‘গদর ২ ’, আর ‘পাঠান’-এর পর সবার আশা ছিল ‘টাইগার ৩’ও