Ajker Patrika

‘ডানকি’র দ্বিতীয় গানে দেশপ্রেমের বার্তা দিলেন শাহরুখ

‘ডানকি’র দ্বিতীয় গানে দেশপ্রেমের বার্তা দিলেন শাহরুখ

আজ শুক্রবার প্রকাশ্যে এসেছে শাহরুখের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘ডানকি’র দ্বিতীয় গান। আগে কোনও ঘোষণা না দিয়ে এদিন ভক্তদের চমকে দেন শাহরুখ। সঙ্গে বলিউড বাদশাহ জানিয়েছেন, ‘ডানকি’ সিনেমায় তাঁর সবচেয়ে প্রিয় গান এটি। সনু নিগমের গাওয়া গানটির শিরোনাম ‘নিকলে থে কাভি হাম ঘারসে’। প্রীতমের সুরে গানের কথা লিখেছেন জাভেদ আখতার।

গানটি শেয়ার করে এক্সে শাহরুখ লিখেছেন, ‘আজ হঠাৎ করেই মনে পড়ল তাই আপনাদের সঙ্গে গানটা শেয়ার করলাম। রাজু (রাজকুমার হিরানি) আর সনু, নাম দুটো শুনলেই মনে হয় আপনাদেরই একজন কেউ। আর এই গানটা তো ওরা দুজন মিলে বানিয়েছে, তাই এটাও তো আপনজনের গান। গানটা আপনজনের স্মৃতি ভিড় করা গান, নিজের দেশের মাটির গান, দেশমাতৃকাকে জড়িয়ে যে আরাম মেলে সেই অনুভূতির গান’।

‘ডানকি’ সিনেমার দৃশ্যে শাহরুখ খান ও তাপসী পান্নুএরপর আবেগতাড়িত শাহরুখ লেখেন, ‘আমরা সবাই কখনো না কখনো নিজের গ্রাম থেকে শহর থেকে জীবনের প্রয়োজনে দূরে চলে গেছি, নিজের জীবন গড়ে তুলেছি, কিন্তু মনটা তো সেই ঘরেই পড়ে থাকে, দেশে পড়ে থাকে। ‘ডানকি’ থেকে আমার সবচেয়ে প্রিয় গান এটি।’

‘ডানকি’ সিনেমায় হার্ডির চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান। আর তাঁর বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে তাপসী পান্নুকে। এ ছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করেছেন–বিক্রম কোচার, সুনীল গ্রোভার ও ভিকি কৌশল। আগামী ২১শে ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ডানকি’।

উল্লেখ্য, ‘ইয়ে দিল দিওয়ানা’ থেকে শুরু শাহরুখ-সনু নিগম জুটির সফর। ‘কাল হো না হো’ থেকে ‘সূরজ হুয়া মধ্যম’ শাহরুখের হয়ে কখনো জীবনমুখী আবার কখনো পুরোদস্তুর রোম্যান্টিক ট্র্যাক গেয়েছেন সনু নিগম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত