বিয়ে করেছেন বলিউড অভিনেতা রণদীপ হুদা। গতকাল বুধবার ভারতের মণিপুরে ঐতিহ্যবাহী মণিপুরি রীতি মেনে দীর্ঘদিনের প্রেমিকা মডেল-অভিনেত্রী লিন লাইশ্রামকে বিয়ে করেন তিনি। বিয়ের পরে সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করে অভিনেতা ক্যাপশনে লিখেছেন, ‘আজ থেকে আমরা এক হলাম।’
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ইম্পলের চুমথাং শানাপুং রিসোর্টে বসেছিল রণদীপ-লিনের বিয়ের আসর। খুবই ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন তাঁরা। মেইতেই আচার মেনে বিয়ে সম্পন্ন হয়। এ সময় দুই পরিবারের সদস্য ও তাদের ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।
বিয়ের অনুষ্ঠানে রণদীপ ও লিন দুজনকেই মণিপুরি পোশাকে দেখা যায়। রণদীপ পরেছিলেন সাদা রঙের পোশাক। সাদা ধুতি, ফতুয়া আর চাদর। মাথায় সাদা পাগড়ি, কপালে তিলক।
অন্যদিকে কোনো ডিজাইনার লেহেঙ্গা নয়, লিন পরেছিলেন মেরুন আর সোনালি রঙের পটলোই। এটিও মণিপুরের একটি ঐতিহ্যবাহী পোশাক। মাথায় মুকুট। নজর কেড়েছে লিনের সোনার গয়না।
এই তারকা জুটির বিয়েতে শুধু পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। পরে মুম্বাইয়ে ইন্ডাস্ট্রির বন্ধুদের এবং কাছের সবার জন্য একটি রিসেপশনের আয়োজন করবেন তাঁরা।
২০০১ সালে ‘মনসুন ওয়েডিং’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে রণদীপের। এরপর একাধিক ব্যবসাসফল সিনেমায় কাজ করেছেন তিনি। ‘হাইওয়ে’, ‘সর্বজিৎ’, ‘কিক’, ‘জান্নাত টু’, ‘জিসম টু’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন রণদীপ হুদা। ২০১০ সালে অভিনেত্রী নীতু চন্দ্রার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান এই অভিনেতা। তবে সেই সম্পর্ক টিকেছিল মাত্র তিন বছর।
ভারতের মণিপুরের মেয়ে লিন লাইশ্রাম। ‘ওম শান্তি ওম’, ‘রেঙ্গুন’, ‘ম্যারি কম’ সিনেমায় অভিনয় করেছেন ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী। মডেল হিসেবেও তাঁর বেশ খ্যাতি রয়েছে। তাঁকে শেষ দেখা গিয়েছিল সুজয় ঘোষের ‘জানে জান’ ছবিতে।
বিয়ে করেছেন বলিউড অভিনেতা রণদীপ হুদা। গতকাল বুধবার ভারতের মণিপুরে ঐতিহ্যবাহী মণিপুরি রীতি মেনে দীর্ঘদিনের প্রেমিকা মডেল-অভিনেত্রী লিন লাইশ্রামকে বিয়ে করেন তিনি। বিয়ের পরে সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করে অভিনেতা ক্যাপশনে লিখেছেন, ‘আজ থেকে আমরা এক হলাম।’
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ইম্পলের চুমথাং শানাপুং রিসোর্টে বসেছিল রণদীপ-লিনের বিয়ের আসর। খুবই ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন তাঁরা। মেইতেই আচার মেনে বিয়ে সম্পন্ন হয়। এ সময় দুই পরিবারের সদস্য ও তাদের ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।
বিয়ের অনুষ্ঠানে রণদীপ ও লিন দুজনকেই মণিপুরি পোশাকে দেখা যায়। রণদীপ পরেছিলেন সাদা রঙের পোশাক। সাদা ধুতি, ফতুয়া আর চাদর। মাথায় সাদা পাগড়ি, কপালে তিলক।
অন্যদিকে কোনো ডিজাইনার লেহেঙ্গা নয়, লিন পরেছিলেন মেরুন আর সোনালি রঙের পটলোই। এটিও মণিপুরের একটি ঐতিহ্যবাহী পোশাক। মাথায় মুকুট। নজর কেড়েছে লিনের সোনার গয়না।
এই তারকা জুটির বিয়েতে শুধু পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। পরে মুম্বাইয়ে ইন্ডাস্ট্রির বন্ধুদের এবং কাছের সবার জন্য একটি রিসেপশনের আয়োজন করবেন তাঁরা।
২০০১ সালে ‘মনসুন ওয়েডিং’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে রণদীপের। এরপর একাধিক ব্যবসাসফল সিনেমায় কাজ করেছেন তিনি। ‘হাইওয়ে’, ‘সর্বজিৎ’, ‘কিক’, ‘জান্নাত টু’, ‘জিসম টু’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন রণদীপ হুদা। ২০১০ সালে অভিনেত্রী নীতু চন্দ্রার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান এই অভিনেতা। তবে সেই সম্পর্ক টিকেছিল মাত্র তিন বছর।
ভারতের মণিপুরের মেয়ে লিন লাইশ্রাম। ‘ওম শান্তি ওম’, ‘রেঙ্গুন’, ‘ম্যারি কম’ সিনেমায় অভিনয় করেছেন ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী। মডেল হিসেবেও তাঁর বেশ খ্যাতি রয়েছে। তাঁকে শেষ দেখা গিয়েছিল সুজয় ঘোষের ‘জানে জান’ ছবিতে।
টানা দুই সিজনের সাফল্যের পর গত বছর শুরু হয়েছিল কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন। ওই বছরের পয়লা বৈশাখ উপলক্ষে প্রকাশিত হয় নতুন সিজনের প্রথম গান ‘তাঁতি’। তখন জানানো হয়েছিল নতুন সিজনে থাকবে ১১টি গান।
১ ঘণ্টা আগে‘তাণ্ডব’-এর পর গত মাসে নতুন সিনেমায় যুক্ত হয়েছেন শাকিব খান। আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর ঈদুল ফিতরে। এর মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছিল, আরেক নতুন নির্মাতা সাকিব ফাহাদের সিনেমায় অভিনয় করবেন শাকিব
১ ঘণ্টা আগেদীর্ঘদিনের মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে শুটিংয়ে ফেরার ঘোষণা দিয়েছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ সিনেমার মাধ্যমেই শুটিংয়ে ফেরার কথা ছিল তাঁর। কিন্তু পরিচালকের সঙ্গে মতানৈক্যের কারণে ভেস্তে গিয়েছে সেই পরিকল্পনা।
১ ঘণ্টা আগেপ্রাচ্যনাটের ৩৫তম প্রযোজনা ‘পুলসিরাত’। ফিলিস্তিনি লেখক ঘাসান কানাফানির ‘মেন ইন দ্য সান’ উপন্যাস অবলম্বনে অনুবাদ করেছেন মাসুমুল আলম, নাট্যরূপ দিয়েছেন মনিরুল ইসলাম রুবেল, নির্দেশনায় কাজী তৌফিকুল ইসলাম ইমন।
১৩ ঘণ্টা আগে