মুক্তির ১৮তম দিনে এসেও ৩০০ কোটি রুপি থেকে বেশ দূরে সালমান খানের ‘টাইগার ৩’। টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা বক্স অফিসে এভাবে ধুঁকবে তা কল্পনাও করেনি কেউ। যেখানে চলতি বছরে বলিউডের তিনটি সিনেমার শুধু ভারতে আয় পেরিয়েছে ৫০০ কোটি রুপির ঘর। ‘জওয়ান’, ‘গদর ২’, আর ‘পাঠান’-এর পর সবার আশা ছিল ‘টাইগার ৩’ও একই পথে হাঁটবে। কিন্তু সালমান খানের ভক্তদের এই প্রত্যাশা আর পূরণ হলো না।
বক্স অফিসের রিপোর্ট প্রদানকারী সাকনিল্কের প্রতিবেদন অনুসারে, ‘টাইগার ৩’ প্রথম সপ্তাহে আয় করে ১৮৭ কোটি ৬৫ লাখ রুপি। এরপর দ্বিতীয় সপ্তাহে আয় কমে হয় ৬৭ কোটি ২২ লাখ রুপি। আর তৃতীয় সপ্তাহে আনুমানিক ২২ কোটি রুপি ঘরে তুলেছে ছবিটি। আর তিন সপ্তাহের হিসেব মিলিয়ে ভারতীয় বক্স অফিসে এর মোট আয় এখন ২৭৮ কোটি রুপির কিছুটা বেশি। অর্থাৎ, ৩০০ কোটির থেকে এখনো ২২ কোটি রুপি কম আছে এর আয়। আজ শনিবার আর আগামীকাল রোববারে ব্যবসা ভালো হলে তবেই হয়তো তা সম্ভব হবে।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ‘টাইগার ৩’-এর এই ভরাডুবিতে প্রযোজক আদিত্য চোপড়ার কপালে ভাঁজ পড়েছে। যশরাজের স্পাই ইউনিভার্সের সবচেয়ে প্রভাবশালী গুপ্তচর টাইগারের প্রতি দর্শক বিমুখ হওয়ায় তিনি বেশ চিন্তিত। ‘বলিউড হাঙ্গামা’-এর রিপোর্ট অনুসারে, পিছিয়ে দেওয়া হচ্ছে টাইগার ভার্সেস পাঠান সিনেমা। আরও একবার চিত্রনাট্য খতিয়ে দেখতে চান আদিত্য আসলে।
‘পাঠান’ পরিচালক সিদ্ধার্থ আনন্দের ওপর দেওয়া হয়েছিল টাইগার ভার্সেস পাঠান পরিচালনার দায়িত্ব। আপাতত তিনি ব্যস্ত ‘ফাইটার’-এর পোস্ট প্রোডাকশনে। সে কাজ শেষ হলেই দুজনে বসে পড়বেন চিত্রনাট্য নিয়ে। সিনেমাটির দৃশ্য ধারণ শুরু হতে পারে ২০২৫ সালে, আর মুক্তি পেতে পারে তা ২০২৬ সালে।
উল্লেখ্য, ছয় বছর পর টাইগার হয়ে ফিরেছিলেন সালমান। সঙ্গে এর অন্যতম আকর্ষণ ছিলেন ভিলেন চরিত্রে ইমরান হাশমি। মণীশ শর্মার পরিচালনায় সিনেমাটি মুক্তি পায় হিন্দি, তামিল আর তেলুগু ভাষায়।
মুক্তির ১৮তম দিনে এসেও ৩০০ কোটি রুপি থেকে বেশ দূরে সালমান খানের ‘টাইগার ৩’। টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা বক্স অফিসে এভাবে ধুঁকবে তা কল্পনাও করেনি কেউ। যেখানে চলতি বছরে বলিউডের তিনটি সিনেমার শুধু ভারতে আয় পেরিয়েছে ৫০০ কোটি রুপির ঘর। ‘জওয়ান’, ‘গদর ২’, আর ‘পাঠান’-এর পর সবার আশা ছিল ‘টাইগার ৩’ও একই পথে হাঁটবে। কিন্তু সালমান খানের ভক্তদের এই প্রত্যাশা আর পূরণ হলো না।
বক্স অফিসের রিপোর্ট প্রদানকারী সাকনিল্কের প্রতিবেদন অনুসারে, ‘টাইগার ৩’ প্রথম সপ্তাহে আয় করে ১৮৭ কোটি ৬৫ লাখ রুপি। এরপর দ্বিতীয় সপ্তাহে আয় কমে হয় ৬৭ কোটি ২২ লাখ রুপি। আর তৃতীয় সপ্তাহে আনুমানিক ২২ কোটি রুপি ঘরে তুলেছে ছবিটি। আর তিন সপ্তাহের হিসেব মিলিয়ে ভারতীয় বক্স অফিসে এর মোট আয় এখন ২৭৮ কোটি রুপির কিছুটা বেশি। অর্থাৎ, ৩০০ কোটির থেকে এখনো ২২ কোটি রুপি কম আছে এর আয়। আজ শনিবার আর আগামীকাল রোববারে ব্যবসা ভালো হলে তবেই হয়তো তা সম্ভব হবে।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ‘টাইগার ৩’-এর এই ভরাডুবিতে প্রযোজক আদিত্য চোপড়ার কপালে ভাঁজ পড়েছে। যশরাজের স্পাই ইউনিভার্সের সবচেয়ে প্রভাবশালী গুপ্তচর টাইগারের প্রতি দর্শক বিমুখ হওয়ায় তিনি বেশ চিন্তিত। ‘বলিউড হাঙ্গামা’-এর রিপোর্ট অনুসারে, পিছিয়ে দেওয়া হচ্ছে টাইগার ভার্সেস পাঠান সিনেমা। আরও একবার চিত্রনাট্য খতিয়ে দেখতে চান আদিত্য আসলে।
‘পাঠান’ পরিচালক সিদ্ধার্থ আনন্দের ওপর দেওয়া হয়েছিল টাইগার ভার্সেস পাঠান পরিচালনার দায়িত্ব। আপাতত তিনি ব্যস্ত ‘ফাইটার’-এর পোস্ট প্রোডাকশনে। সে কাজ শেষ হলেই দুজনে বসে পড়বেন চিত্রনাট্য নিয়ে। সিনেমাটির দৃশ্য ধারণ শুরু হতে পারে ২০২৫ সালে, আর মুক্তি পেতে পারে তা ২০২৬ সালে।
উল্লেখ্য, ছয় বছর পর টাইগার হয়ে ফিরেছিলেন সালমান। সঙ্গে এর অন্যতম আকর্ষণ ছিলেন ভিলেন চরিত্রে ইমরান হাশমি। মণীশ শর্মার পরিচালনায় সিনেমাটি মুক্তি পায় হিন্দি, তামিল আর তেলুগু ভাষায়।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
৮ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১১ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৩ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৬ ঘণ্টা আগে