গুহার মধ্যে লুকিয়ে রাখলে এ দেশকে আলোকিত করা যাবে না
বিদেশে যখন কাজ করেছি, ফ্যাশন টিভিতে যখন কাজ করেছি, তখন দেখেছি, সব মডেলের উচ্চতা আমার চেয়ে অনেক বেশি। দেখা যাচ্ছে আমার উচ্চতা ৫ ফিট ১০ ইঞ্চি, সেখানে ৬ ফিট উচ্চতার মডেলও ছিল। তারা যখন হাই হিল পরত, আরও অনেক লম্বা দেখাত। আমিও কিন্তু তাদের সঙ্গে কাজ করেছি।