আনিকা জীনাত, ঢাকা
এবারের কান চলচ্চিত্র উৎসব বাংলাদেশের জন্য একাধিক সুসংবাদ বয়ে এনেছে। দেশের চলচ্চিত্রের জন্য যেমন, তেমনি এ উৎসব আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিকেও তুলে ধরেছে পুরো বিশ্বের কাছে। এবার ৭৪তম কান ফিল্ম ফেস্টিভ্যাল চলাকালে বাংলাদেশের মডেল আজিম উদ্দৌলা পেয়েছেন ইনটিগ্রিটি ম্যাগাজিনের ‘ইন্টারন্যাশনাল মডেল অ্যাওয়ার্ড’। ২০১০ সাল থেকে মডেলিং শুরু করেন তিনি। দেশি-বিদেশি অনেক ডিজাইনারের সঙ্গে কাজ করেছেন ইতিমধ্যে। এর মধ্যে আছেন লস অ্যাঞ্জেলেসভিত্তিক ডিজাইনার গ্রেস মুন। হয়েছিলেন ‘ইনটিগ্রিটি ম্যাগাজিনে’র প্রচ্ছদের মডেল।
২০১৯ সালে আজিম উদ্দৌলা প্রতিষ্ঠা করেছেন নিজের ফ্যাশন ব্র্যান্ড এজেড। ব্র্যান্ডটাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য এখন কাজ করছেন তিনি।
লুক ও স্টাইলের জন্য
আবহাওয়া ও অনুষ্ঠানের কথা ভেবে পোশাক পরেন আজিম উদ্দৌলা। কোথায় যাচ্ছেন, সেখানে ভিড় কেমন এবং কোন সময় যাচ্ছেন, এসব বিষয় বিবেচনায় রেখে পোশাক পরেন তিনি। জগার্স, ট্রেনার, টি-শার্ট—এই তিন ধরনের পোশাক সব সময় ব্যবহার করেন। কোথাও কফি খেতে গেলে আরামের জন্য এগুলো পরেন। তবে কোনো অনুষ্ঠানে গেলে অনুষ্ঠানের ধরন বুঝে ফরমাল পোশাক পরেন আজিম উদ্দৌলা।
ফ্যাশন ট্রেন্ড বিশ্বাস করেন
ফ্যাশনে পছন্দের ট্রেন্ড অনুসরণ করেন আজিম উদ্দৌলা। তবে তিনি মনে করেন, রুচি থাকলে যে কেউ নিজের ট্রেন্ড তৈরি করতে পারেন। আজিম উদ্দৌলা বলেন, ‘বাইরের সঙ্গে তুলনা করতে গেলে আমার মনে হয়, লন্ডন ও নিউইয়র্কের তরুণেরা খুব ট্রেন্ডি। তাঁদের স্টাইল, ডিজাইন খুব দ্রুত বদলায়। ফ্রান্স ও ইতালির তরুণেরা ঐতিহ্যবাহী পোশাক বেশি পরেন। আবার ঐতিহ্যবাহী পোশাকেও অনেকে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। আমি যেটা করি ওটাই আমার কাছে ট্রেন্ড মনে হয়।’
ডায়েটে যা ফলো করেন
স্বাস্থ্যসম্মত ডায়েট মেনে চলেন আজিম উদ্দৌলা। তেলেভাজা খাবার এড়িয়ে চলেন। কফি পছন্দ করলেও পান করেন চিনি ছাড়া। রাতের খাবার খেয়ে নেন ৭ থেকে ৮টার মধ্যে। এরপর আর কিছু খান না। কেউ যদি ফিট থাকতে চান তাহলে এই সামান্য বিষয়গুলো মেনে চললেই ফিট থাকা সম্ভব বলে মনে করেন আজিম উদ্দৌলা। এর সঙ্গে হালকা জগিংও করেন তিনি।
ত্বকের যত্নে
ত্বকের যত্নে সব সময় সচেতন আজিম উদ্দৌলা ব্যবহার করেন মার্কিন ব্র্যান্ড কিলসের ফেসওয়াশ, শ্যাম্পু, ময়েশ্চারাইজার ও সাবান। তবে ত্বকের যত্নে কোরিয়ান কিছু ব্র্যান্ডের পণ্যও ব্যবহার করেছেন একসময়। আছে নিজের ব্র্যান্ড থেকে স্কিন কেয়ার প্রোডাক্ট আনার ইচ্ছা।
তরুণদের জন্য
তরুণদের সব সময় ফিট থাকার পরামর্শ দেন আজিম উদ্দৌলা। তবে ফিট থাকতে হলে মাসল বা সিক্স প্যাক থাকতেই হবে, তেমনটা বিশ্বাস করেন না তিনি। সম্ভব হলে জিমে যাওয়া যেতে পারে, না হলে নিয়মিত জগিংই যথেষ্ট বলে মনে করেন তিনি। অনেক বছর ধরে জিম করলেও প্যানডেমিকের কারণে এখন বাসায় ফ্রি হ্যান্ড ব্যায়াম করেন আজিম উদ্দৌলা।
কম বয়স থেকেই নিজস্ব স্টাইল তৈরি হওয়া উচিত বলে মনে করেন তিনি। এ জন্য কাউকে অনুসরণ করার চেয়ে তরুণদের নিজের স্টাইল তৈরি করার পক্ষে তাঁর ভোট। আজিম উদ্দৌলা বলেন, ‘আমাদের লুকটা কিন্তু সৃষ্টিকর্তা প্রদত্ত, এটা পরিবর্তন করা যায় না। আপনি যেটা পরিবর্তন করতে পারেন, সেটা হলো ব্যক্তিত্ব। নিজেকে কীভাবে উপস্থাপন করবেন, সেটা আপনার ওপর নির্ভর করে। ব্যক্তিত্ব ভালো হতে হবে। এই ইন্ডাস্ট্রিতে লুক, হাইট অনেক বড় ব্যাপার। তবে দীর্ঘ সময় ইন্ডাস্ট্রিতে থাকতে গেলে স্মার্ট হতে হবে। শক্ত ব্যক্তিত্ব তৈরি করতে হবে। ভালো মানুষের সঙ্গে মিশলে ভালো কিছু শেখা যাবে। আপনার আশপাশে কে আছে, সেটা খুব গুরুত্বপূর্ণ।’
এবারের কান চলচ্চিত্র উৎসব বাংলাদেশের জন্য একাধিক সুসংবাদ বয়ে এনেছে। দেশের চলচ্চিত্রের জন্য যেমন, তেমনি এ উৎসব আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিকেও তুলে ধরেছে পুরো বিশ্বের কাছে। এবার ৭৪তম কান ফিল্ম ফেস্টিভ্যাল চলাকালে বাংলাদেশের মডেল আজিম উদ্দৌলা পেয়েছেন ইনটিগ্রিটি ম্যাগাজিনের ‘ইন্টারন্যাশনাল মডেল অ্যাওয়ার্ড’। ২০১০ সাল থেকে মডেলিং শুরু করেন তিনি। দেশি-বিদেশি অনেক ডিজাইনারের সঙ্গে কাজ করেছেন ইতিমধ্যে। এর মধ্যে আছেন লস অ্যাঞ্জেলেসভিত্তিক ডিজাইনার গ্রেস মুন। হয়েছিলেন ‘ইনটিগ্রিটি ম্যাগাজিনে’র প্রচ্ছদের মডেল।
২০১৯ সালে আজিম উদ্দৌলা প্রতিষ্ঠা করেছেন নিজের ফ্যাশন ব্র্যান্ড এজেড। ব্র্যান্ডটাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য এখন কাজ করছেন তিনি।
লুক ও স্টাইলের জন্য
আবহাওয়া ও অনুষ্ঠানের কথা ভেবে পোশাক পরেন আজিম উদ্দৌলা। কোথায় যাচ্ছেন, সেখানে ভিড় কেমন এবং কোন সময় যাচ্ছেন, এসব বিষয় বিবেচনায় রেখে পোশাক পরেন তিনি। জগার্স, ট্রেনার, টি-শার্ট—এই তিন ধরনের পোশাক সব সময় ব্যবহার করেন। কোথাও কফি খেতে গেলে আরামের জন্য এগুলো পরেন। তবে কোনো অনুষ্ঠানে গেলে অনুষ্ঠানের ধরন বুঝে ফরমাল পোশাক পরেন আজিম উদ্দৌলা।
ফ্যাশন ট্রেন্ড বিশ্বাস করেন
ফ্যাশনে পছন্দের ট্রেন্ড অনুসরণ করেন আজিম উদ্দৌলা। তবে তিনি মনে করেন, রুচি থাকলে যে কেউ নিজের ট্রেন্ড তৈরি করতে পারেন। আজিম উদ্দৌলা বলেন, ‘বাইরের সঙ্গে তুলনা করতে গেলে আমার মনে হয়, লন্ডন ও নিউইয়র্কের তরুণেরা খুব ট্রেন্ডি। তাঁদের স্টাইল, ডিজাইন খুব দ্রুত বদলায়। ফ্রান্স ও ইতালির তরুণেরা ঐতিহ্যবাহী পোশাক বেশি পরেন। আবার ঐতিহ্যবাহী পোশাকেও অনেকে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। আমি যেটা করি ওটাই আমার কাছে ট্রেন্ড মনে হয়।’
ডায়েটে যা ফলো করেন
স্বাস্থ্যসম্মত ডায়েট মেনে চলেন আজিম উদ্দৌলা। তেলেভাজা খাবার এড়িয়ে চলেন। কফি পছন্দ করলেও পান করেন চিনি ছাড়া। রাতের খাবার খেয়ে নেন ৭ থেকে ৮টার মধ্যে। এরপর আর কিছু খান না। কেউ যদি ফিট থাকতে চান তাহলে এই সামান্য বিষয়গুলো মেনে চললেই ফিট থাকা সম্ভব বলে মনে করেন আজিম উদ্দৌলা। এর সঙ্গে হালকা জগিংও করেন তিনি।
ত্বকের যত্নে
ত্বকের যত্নে সব সময় সচেতন আজিম উদ্দৌলা ব্যবহার করেন মার্কিন ব্র্যান্ড কিলসের ফেসওয়াশ, শ্যাম্পু, ময়েশ্চারাইজার ও সাবান। তবে ত্বকের যত্নে কোরিয়ান কিছু ব্র্যান্ডের পণ্যও ব্যবহার করেছেন একসময়। আছে নিজের ব্র্যান্ড থেকে স্কিন কেয়ার প্রোডাক্ট আনার ইচ্ছা।
তরুণদের জন্য
তরুণদের সব সময় ফিট থাকার পরামর্শ দেন আজিম উদ্দৌলা। তবে ফিট থাকতে হলে মাসল বা সিক্স প্যাক থাকতেই হবে, তেমনটা বিশ্বাস করেন না তিনি। সম্ভব হলে জিমে যাওয়া যেতে পারে, না হলে নিয়মিত জগিংই যথেষ্ট বলে মনে করেন তিনি। অনেক বছর ধরে জিম করলেও প্যানডেমিকের কারণে এখন বাসায় ফ্রি হ্যান্ড ব্যায়াম করেন আজিম উদ্দৌলা।
কম বয়স থেকেই নিজস্ব স্টাইল তৈরি হওয়া উচিত বলে মনে করেন তিনি। এ জন্য কাউকে অনুসরণ করার চেয়ে তরুণদের নিজের স্টাইল তৈরি করার পক্ষে তাঁর ভোট। আজিম উদ্দৌলা বলেন, ‘আমাদের লুকটা কিন্তু সৃষ্টিকর্তা প্রদত্ত, এটা পরিবর্তন করা যায় না। আপনি যেটা পরিবর্তন করতে পারেন, সেটা হলো ব্যক্তিত্ব। নিজেকে কীভাবে উপস্থাপন করবেন, সেটা আপনার ওপর নির্ভর করে। ব্যক্তিত্ব ভালো হতে হবে। এই ইন্ডাস্ট্রিতে লুক, হাইট অনেক বড় ব্যাপার। তবে দীর্ঘ সময় ইন্ডাস্ট্রিতে থাকতে গেলে স্মার্ট হতে হবে। শক্ত ব্যক্তিত্ব তৈরি করতে হবে। ভালো মানুষের সঙ্গে মিশলে ভালো কিছু শেখা যাবে। আপনার আশপাশে কে আছে, সেটা খুব গুরুত্বপূর্ণ।’
হিমালয়ের অষ্টম উচ্চতম পর্বত মানাসলু অভিযানে যাচ্ছেন বাংলাদেশের পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল। ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে তাঁর মূল অভিযান। রাজধানীর বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘অলটিটিউড হান্টার বিডি’র ‘মানাসলুর প্রকৃত শিখরে পৌঁছানোর প্রয়াস’ শীর্ষক অনুষ্ঠানে তমালের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়।
৭ ঘণ্টা আগেচীনে সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে অ্যাডাল্ট প্যাসিফায়ার বা প্রাপ্তবয়স্কদের চুষনি। এগুলো আকারে বড় এবং বৈচিত্র্যময় নকশায় বিশেষভাবে প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি। দাঁত বিশেষজ্ঞরা এই প্রবণতাকে ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছেন।
৯ ঘণ্টা আগেসিদ্ধান্ত গ্রহণ কোনো জাদুবিদ্যা নয়, এটা চর্চার বিষয়। আপনি যত বেশি সিদ্ধান্ত নেবেন, তত বেশি শিখবেন। ভুল করলেও পিছিয়ে যাবেন না। মনে রাখবেন, আপনি সিদ্ধান্তের দাস নন, বরং সিদ্ধান্ত আপনার নিয়ন্ত্রণে! সিদ্ধান্ত গ্রহণের দক্ষতাও অনুশীলনের মাধ্যমে বাড়ে। প্রতিদিন ছোট ছোট সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস করুন।
১০ ঘণ্টা আগেইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অবশেষে তাদের নতুন ডিজিটাল সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করতে যাচ্ছে। আগামী ১২ অক্টোবর থেকে ধাপে ধাপে চালু হবে এই ‘এন্ট্রি–এক্সিট সিস্টেম’, যা হাতে পাসপোর্টে সিল দেওয়ার পরিবর্তে স্বয়ংক্রিয় নিবন্ধন প্রক্রিয়া চালু করবে।
১৪ ঘণ্টা আগে