একের সঙ্গে হরেক
চলুন নব্বইয়ের দশকে ফিরে যাই, আজ থেকে ২০-২৫ বছর আগে। নব্বইয়ের দশকের শেষের দিকে আলিফ লায়লা, আলাদিন, সিন্দাবাদ কিংবা এ ধরনের সিরিজ দেখার জন্য টেলিভিশনের দিকে মুখিয়ে থাকত তখনকার ছোট-বড় সবাই। টান টান উত্তেজনা নিয়ে দেখত আরব্য রজনীর গল্প অবলম্বনে নির্মিত কিংবা মধ্যপ্রাচ্যের উপকথা নিয়ে নির্মিত সিরিজ।