নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হাতে ঘড়ি পরা শুধু প্রয়োজন নয়, ফ্যাশনেরও অংশ। ফ্যাশনকে পুঁজি করে সময় দেখার এ যন্ত্রের দাম কোটি টাকা ছাড়িয়ে গেছে। হীরা বা সোনার তৈরি ঘড়ি বিলাস পণ্য হিসেবেও স্বীকৃত। খুব দামি ঘড়িগুলো দেখতে কেমন, তা নিয়ে মনে কৌতূহল থাকলে জেনে নিতে পারেন বিশ্বের সবচেয়ে দামি ৫ ঘড়ির বিবরণ।
গ্রাফ ডায়মন্ড হ্যালুসিনেশন
এ ঘড়িকে মাস্টারপিস হিসেবে ধরা হয়। নাম পড়ে নিশ্চয়ই বুঝতে পারছেন, এ ঘড়ি দেখে হ্যালুসিনেশন তথা বিভ্রম তৈরি হয়। ১১০ ক্যারেটের হীরা বসানো গ্রাফ ডায়মন্ড হ্যালুসিনেশন নামের এ ঘড়ির মূল্য ৫৫ মিলিয়ন ডলার। এর ডায়াল বেশ ছোট। এর চারদিকে রয়েছে গোলাপি, হলুদ, সবুজ হীরার পাথর। এগুলো একেকটা একেক আকৃতির।
গ্রাফ ডায়মন্ডস দ্য ফ্যাসিনেশন
৪০ মিলিয়ন ডলারের এই ঘড়িতে আছে ১৫২ দশমিক ৯৬ ক্যারেটের সাদা হীরা। ডায়ালের ভেতরেও আছে ৩৮ দশমিক ১৩ ক্যারেটের হীরা। পিয়ার শেপের ডায়ালের এ ঘড়িটির রং একদম সাদা। ডায়ালটি খুলে আলাদাভাবে আংটি হিসেবেও
ব্যবহার করা যায়।
প্যাটিক ফিলিপ গ্র্যান্ডমাস্টার চাইম
৩১ মিলিয়ন ডলার মূল্যের এ ঘড়িটির ডায়ালের ভেতরে আছে ডেট ও মিনিট রিপিটার। চাইলে এতে অ্যালার্মও দেওয়া যায়। ১৮ ক্যারেটের হোয়াইট গোল্ডসংবলিত
এ ঘড়ির বেল্ট অ্যালিগেটরের চামড়ায় তৈরি।
ব্রেগুয়েট গ্রান্ড কমপ্লিকেশন ম্যারি অ্যাটোইনেট
এর সঙ্গে জড়িয়ে আছে ফরাসি রানি ম্যারি অ্যাটোইনেটের প্রেমকাহিনি। তার এক প্রেমিক উপহার হিসেবে তাঁকে দেওয়ার জন্য ঘড়িটি
বানান। তাঁর নাম আব্রাহাম-লুইস ব্রেগুয়েট।
কিন্তু উপহার পাওয়ার আগেই রানির মৃত্যু হয়। ঘড়িটি বানাতে সময় লাগে ৪০ বছর। জেরুজালের এল.এ. মায়ার মিউজিয়ামে ৩০ মিলিয়ন ডলারের এ ঘড়িটির দেখা মিলবে।
জিগার লেকল্টার জোয়ালরি ১০১ ম্যানচেট
২৬ মিলিয়ন ডলারের এ ঘড়িটি রানি দ্বিতীয় এলিজাবেথ উপহার হিসেবে পেয়েছিলেন। তাঁর রাজত্বকালের
৬০ বছর পূর্তি উপলক্ষে জিগার লেকল্টার ব্র্যান্ড ঘড়িটি তাঁকে উপহার দেয়।
সূত্র: লাক্স ডিজিটাল
হাতে ঘড়ি পরা শুধু প্রয়োজন নয়, ফ্যাশনেরও অংশ। ফ্যাশনকে পুঁজি করে সময় দেখার এ যন্ত্রের দাম কোটি টাকা ছাড়িয়ে গেছে। হীরা বা সোনার তৈরি ঘড়ি বিলাস পণ্য হিসেবেও স্বীকৃত। খুব দামি ঘড়িগুলো দেখতে কেমন, তা নিয়ে মনে কৌতূহল থাকলে জেনে নিতে পারেন বিশ্বের সবচেয়ে দামি ৫ ঘড়ির বিবরণ।
গ্রাফ ডায়মন্ড হ্যালুসিনেশন
এ ঘড়িকে মাস্টারপিস হিসেবে ধরা হয়। নাম পড়ে নিশ্চয়ই বুঝতে পারছেন, এ ঘড়ি দেখে হ্যালুসিনেশন তথা বিভ্রম তৈরি হয়। ১১০ ক্যারেটের হীরা বসানো গ্রাফ ডায়মন্ড হ্যালুসিনেশন নামের এ ঘড়ির মূল্য ৫৫ মিলিয়ন ডলার। এর ডায়াল বেশ ছোট। এর চারদিকে রয়েছে গোলাপি, হলুদ, সবুজ হীরার পাথর। এগুলো একেকটা একেক আকৃতির।
গ্রাফ ডায়মন্ডস দ্য ফ্যাসিনেশন
৪০ মিলিয়ন ডলারের এই ঘড়িতে আছে ১৫২ দশমিক ৯৬ ক্যারেটের সাদা হীরা। ডায়ালের ভেতরেও আছে ৩৮ দশমিক ১৩ ক্যারেটের হীরা। পিয়ার শেপের ডায়ালের এ ঘড়িটির রং একদম সাদা। ডায়ালটি খুলে আলাদাভাবে আংটি হিসেবেও
ব্যবহার করা যায়।
প্যাটিক ফিলিপ গ্র্যান্ডমাস্টার চাইম
৩১ মিলিয়ন ডলার মূল্যের এ ঘড়িটির ডায়ালের ভেতরে আছে ডেট ও মিনিট রিপিটার। চাইলে এতে অ্যালার্মও দেওয়া যায়। ১৮ ক্যারেটের হোয়াইট গোল্ডসংবলিত
এ ঘড়ির বেল্ট অ্যালিগেটরের চামড়ায় তৈরি।
ব্রেগুয়েট গ্রান্ড কমপ্লিকেশন ম্যারি অ্যাটোইনেট
এর সঙ্গে জড়িয়ে আছে ফরাসি রানি ম্যারি অ্যাটোইনেটের প্রেমকাহিনি। তার এক প্রেমিক উপহার হিসেবে তাঁকে দেওয়ার জন্য ঘড়িটি
বানান। তাঁর নাম আব্রাহাম-লুইস ব্রেগুয়েট।
কিন্তু উপহার পাওয়ার আগেই রানির মৃত্যু হয়। ঘড়িটি বানাতে সময় লাগে ৪০ বছর। জেরুজালের এল.এ. মায়ার মিউজিয়ামে ৩০ মিলিয়ন ডলারের এ ঘড়িটির দেখা মিলবে।
জিগার লেকল্টার জোয়ালরি ১০১ ম্যানচেট
২৬ মিলিয়ন ডলারের এ ঘড়িটি রানি দ্বিতীয় এলিজাবেথ উপহার হিসেবে পেয়েছিলেন। তাঁর রাজত্বকালের
৬০ বছর পূর্তি উপলক্ষে জিগার লেকল্টার ব্র্যান্ড ঘড়িটি তাঁকে উপহার দেয়।
সূত্র: লাক্স ডিজিটাল
হিমালয়ের অষ্টম উচ্চতম পর্বত মানাসলু অভিযানে যাচ্ছেন বাংলাদেশের পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল। ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে তাঁর মূল অভিযান। রাজধানীর বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘অলটিটিউড হান্টার বিডি’র ‘মানাসলুর প্রকৃত শিখরে পৌঁছানোর প্রয়াস’ শীর্ষক অনুষ্ঠানে তমালের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়।
৭ ঘণ্টা আগেচীনে সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে অ্যাডাল্ট প্যাসিফায়ার বা প্রাপ্তবয়স্কদের চুষনি। এগুলো আকারে বড় এবং বৈচিত্র্যময় নকশায় বিশেষভাবে প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি। দাঁত বিশেষজ্ঞরা এই প্রবণতাকে ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছেন।
৯ ঘণ্টা আগেসিদ্ধান্ত গ্রহণ কোনো জাদুবিদ্যা নয়, এটা চর্চার বিষয়। আপনি যত বেশি সিদ্ধান্ত নেবেন, তত বেশি শিখবেন। ভুল করলেও পিছিয়ে যাবেন না। মনে রাখবেন, আপনি সিদ্ধান্তের দাস নন, বরং সিদ্ধান্ত আপনার নিয়ন্ত্রণে! সিদ্ধান্ত গ্রহণের দক্ষতাও অনুশীলনের মাধ্যমে বাড়ে। প্রতিদিন ছোট ছোট সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস করুন।
১০ ঘণ্টা আগেইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অবশেষে তাদের নতুন ডিজিটাল সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করতে যাচ্ছে। আগামী ১২ অক্টোবর থেকে ধাপে ধাপে চালু হবে এই ‘এন্ট্রি–এক্সিট সিস্টেম’, যা হাতে পাসপোর্টে সিল দেওয়ার পরিবর্তে স্বয়ংক্রিয় নিবন্ধন প্রক্রিয়া চালু করবে।
১৪ ঘণ্টা আগে