অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার জন্মদিন আজ ৮ ডিসেম্বর। এই বিশেষ দিনে নতুন উদ্যোগের ঘোষণা দিলেন তিনি। ‘টাচ বাই স্পর্শিয়া’ নামে নতুন ফ্যাশন হাউস শুরু করেছেন স্পর্শিয়া। এটি অভিনেত্রীর নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড। ‘টাচ বাই স্পর্শিয়া’র ওয়েব সাইট উন্মুক্ত করা হয়েছে আজ।
স্পর্শিয়া বলেন, ‘কয়েক বছর ধরে আমি নিয়মিত অভিনয় করছি না। টিভি নাটক ছেড়েছি অনেক আগে। এখন শুধু মানসম্মত চলচ্চিত্র আর ওয়েব কনটেন্টেই কাজ করছি। ক্যারিয়ারের এ পর্যায়ে এসে অভিনয়কে একমাত্র পেশা হিসেবে ভাবছি না। পাশাপাশি একাধিক উদ্যোগের সঙ্গে নিজেকে যুক্ত করেছি। তার মধ্যে অন্যতম এই ক্লোথিং ব্র্যান্ড।’
তিনি জানালেন, ‘টাচ বাই স্পর্শিয়া’র আনুষ্ঠানিক ঘোষণা এখন দিলেও এর কার্যক্রম শুরু হয়েছে বেশ আগে। স্পর্শিয়া বলেন, ‘করোনার আগেই আমাদের এই ই-কমার্স ওয়েবসাইটটি চালু করার ইচ্ছে ছিল। কিন্তু করোনার কারণে দুই বছর পিছিয়ে পড়লাম। অনেক চড়াই-উৎরাই পার করে অবশেষে আমরা মানুষের কাছে পৌঁছুতে পারছি।’
কী ধরনের পোশাক পাওয়া যাবে ‘টাচ বাই স্পর্শিয়া’য়? অভিনেত্রী জানিয়েছেন, মূলত স্পর্শিয়া যে ধরনের শাড়ি পরেন, সে ধরনের শাড়ির কালেকশনই বেশি থাকবে। শীতের জন্য হুডি, টি-শার্টসহ কিছু কালেকশনও পাওয়া যাচ্ছে ‘টাচ বাই স্পর্শিয়া’য়।
ব্যবসায়িক উদ্দেশ্যে উদ্যোগটি শুরু করলেও সামাজিক দায়বদ্ধতার কথাও মাথায় রেখেছেন তিনি। জানিয়েছেন, এই ব্র্যান্ডের প্রতিটি পোশাকের লভ্যাংশ থেকে ১০% অর্থ যাবে ‘আলোকিত স্কুল’ নামের এক ফাউন্ডেশনে। তারা সুবিধাবঞ্চিত শিশু, পথশিশুদের নিয়ে কাজ করে।
অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার জন্মদিন আজ ৮ ডিসেম্বর। এই বিশেষ দিনে নতুন উদ্যোগের ঘোষণা দিলেন তিনি। ‘টাচ বাই স্পর্শিয়া’ নামে নতুন ফ্যাশন হাউস শুরু করেছেন স্পর্শিয়া। এটি অভিনেত্রীর নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড। ‘টাচ বাই স্পর্শিয়া’র ওয়েব সাইট উন্মুক্ত করা হয়েছে আজ।
স্পর্শিয়া বলেন, ‘কয়েক বছর ধরে আমি নিয়মিত অভিনয় করছি না। টিভি নাটক ছেড়েছি অনেক আগে। এখন শুধু মানসম্মত চলচ্চিত্র আর ওয়েব কনটেন্টেই কাজ করছি। ক্যারিয়ারের এ পর্যায়ে এসে অভিনয়কে একমাত্র পেশা হিসেবে ভাবছি না। পাশাপাশি একাধিক উদ্যোগের সঙ্গে নিজেকে যুক্ত করেছি। তার মধ্যে অন্যতম এই ক্লোথিং ব্র্যান্ড।’
তিনি জানালেন, ‘টাচ বাই স্পর্শিয়া’র আনুষ্ঠানিক ঘোষণা এখন দিলেও এর কার্যক্রম শুরু হয়েছে বেশ আগে। স্পর্শিয়া বলেন, ‘করোনার আগেই আমাদের এই ই-কমার্স ওয়েবসাইটটি চালু করার ইচ্ছে ছিল। কিন্তু করোনার কারণে দুই বছর পিছিয়ে পড়লাম। অনেক চড়াই-উৎরাই পার করে অবশেষে আমরা মানুষের কাছে পৌঁছুতে পারছি।’
কী ধরনের পোশাক পাওয়া যাবে ‘টাচ বাই স্পর্শিয়া’য়? অভিনেত্রী জানিয়েছেন, মূলত স্পর্শিয়া যে ধরনের শাড়ি পরেন, সে ধরনের শাড়ির কালেকশনই বেশি থাকবে। শীতের জন্য হুডি, টি-শার্টসহ কিছু কালেকশনও পাওয়া যাচ্ছে ‘টাচ বাই স্পর্শিয়া’য়।
ব্যবসায়িক উদ্দেশ্যে উদ্যোগটি শুরু করলেও সামাজিক দায়বদ্ধতার কথাও মাথায় রেখেছেন তিনি। জানিয়েছেন, এই ব্র্যান্ডের প্রতিটি পোশাকের লভ্যাংশ থেকে ১০% অর্থ যাবে ‘আলোকিত স্কুল’ নামের এক ফাউন্ডেশনে। তারা সুবিধাবঞ্চিত শিশু, পথশিশুদের নিয়ে কাজ করে।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
৯ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৩ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৫ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৮ ঘণ্টা আগে