Ajker Patrika

লাল-সবুজে সাজুক শিশু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১২: ৩৭
লাল-সবুজে সাজুক শিশু

ডিসেম্বর মানেই গৌরবময় বিজয়ের আনন্দ। লাল ও সবুজ রং আমাদের ফ্যাশনে আইকনিক রং হয়ে উঠেছে গত ৫০ বছরে। এখন লাল-সবুজের ছাপ চোখে পড়ে সবখানেই। প্রতিবছরের মতো এ বছরও দেশীয় ফ্যাশন হাউসগুলো শিশুদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন ধরনের পোশাক। পোশাকে রয়েছে বিজয়ের পতাকা ওড়ানোর মোটিফ, লাল-সবুজ পতাকা, দেশাত্মবোধক গানের লাইন প্রভৃতি।

কে ক্রাফট
বিজয়ের মাসে শিশুদের জন্য লাল ও সবুজ রঙের টি-শার্ট, ফ্রক, পাঞ্জাবির পাশাপাশি কালো রঙের পোশাকও নিয়ে এসেছে কে ক্রাফট। কালো রঙের পোশাকে রয়েছে দেশাত্মবোধক গান ও বিজয় উল্লাসের মোটিফ। কিছু কিছু টি-শার্টে আছে বিজয়ের ৫০ বছর পূর্তির স্মারক। পাঞ্জাবিতে রয়েছে স্ক্রিনপ্রিন্ট, পতাকা ও বাটিক মোটিফ। টি-শার্টের দাম ৩৫৫ টাকা এবং পাঞ্জাবির দাম ৬৯৫-৭১৫ টাকা। ফ্রকের দাম ৮৩৫-১০১৫ টাকা।

 বিশ্বরঙ
লাল-সবুজ রঙের টপস, ফ্রক, কামিজ ও পাঞ্জাবি নিয়ে এসেছে বিশ্বরঙ। সাদা ও জলপাই রঙের সঙ্গে লাল-সবুজের সংমিশ্রণের পোশাকও রয়েছে এখানে।
কিছু কিছু কামিজে রয়েছে কটি। পোশাকে রয়েছে এমব্রয়ডারি কাজ। শিশুদের পাঞ্জাবিতে রয়েছে লাল-সবুজ-হলুদ-কমলা রঙের মিশেল। রয়েছে এক রঙের পাঞ্জাবিও। দাম ১২৫০-২০০০ টাকা। 

রঙ বাংলাদেশ
শিশুদের জন্য রঙ বাংলাদেশ নিয়ে এসেছে শাড়ি, টপস, টি-শার্ট ও পাঞ্জাবি। লাল রঙের ভয়েল কাপড়ের শাড়িতে রয়েছে সবুজ রঙের ব্লক প্রিন্ট। আঁচলে রয়েছে টার্সেল। লাল রঙের পাঞ্জাবিতে রয়েছে সবুজ ও টিয়া রঙের ব্লকপ্রিন্ট। সবুজ রঙের টপস, টি-শার্ট ও পাঞ্জাবিও এনেছে ব্র্যান্ডটি। পাঞ্জাবিগুলোর দাম ৬৩০-৯৮০ টাকা। শাড়ির দাম ৮৫০-১০০০ টাকা।

 অঞ্জন’স
অঞ্জন’সে পাওয়া যাচ্ছে সবুজ ও জলপাই রঙের পাঞ্জাবি। সুতি কাপড়ের পাঞ্জাবিতে রয়েছে স্ক্রিনপ্রিন্ট। ব্র্যান্ডটিতে রয়েছে লাল ও নেভি ব্লু রঙের পোশাক। দাম ৫৯১-১৫০০ টাকা পর্যন্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত