নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডিসেম্বর মানেই গৌরবময় বিজয়ের আনন্দ। লাল ও সবুজ রং আমাদের ফ্যাশনে আইকনিক রং হয়ে উঠেছে গত ৫০ বছরে। এখন লাল-সবুজের ছাপ চোখে পড়ে সবখানেই। প্রতিবছরের মতো এ বছরও দেশীয় ফ্যাশন হাউসগুলো শিশুদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন ধরনের পোশাক। পোশাকে রয়েছে বিজয়ের পতাকা ওড়ানোর মোটিফ, লাল-সবুজ পতাকা, দেশাত্মবোধক গানের লাইন প্রভৃতি।
কে ক্রাফট
বিজয়ের মাসে শিশুদের জন্য লাল ও সবুজ রঙের টি-শার্ট, ফ্রক, পাঞ্জাবির পাশাপাশি কালো রঙের পোশাকও নিয়ে এসেছে কে ক্রাফট। কালো রঙের পোশাকে রয়েছে দেশাত্মবোধক গান ও বিজয় উল্লাসের মোটিফ। কিছু কিছু টি-শার্টে আছে বিজয়ের ৫০ বছর পূর্তির স্মারক। পাঞ্জাবিতে রয়েছে স্ক্রিনপ্রিন্ট, পতাকা ও বাটিক মোটিফ। টি-শার্টের দাম ৩৫৫ টাকা এবং পাঞ্জাবির দাম ৬৯৫-৭১৫ টাকা। ফ্রকের দাম ৮৩৫-১০১৫ টাকা।
বিশ্বরঙ
লাল-সবুজ রঙের টপস, ফ্রক, কামিজ ও পাঞ্জাবি নিয়ে এসেছে বিশ্বরঙ। সাদা ও জলপাই রঙের সঙ্গে লাল-সবুজের সংমিশ্রণের পোশাকও রয়েছে এখানে।
কিছু কিছু কামিজে রয়েছে কটি। পোশাকে রয়েছে এমব্রয়ডারি কাজ। শিশুদের পাঞ্জাবিতে রয়েছে লাল-সবুজ-হলুদ-কমলা রঙের মিশেল। রয়েছে এক রঙের পাঞ্জাবিও। দাম ১২৫০-২০০০ টাকা।
রঙ বাংলাদেশ
শিশুদের জন্য রঙ বাংলাদেশ নিয়ে এসেছে শাড়ি, টপস, টি-শার্ট ও পাঞ্জাবি। লাল রঙের ভয়েল কাপড়ের শাড়িতে রয়েছে সবুজ রঙের ব্লক প্রিন্ট। আঁচলে রয়েছে টার্সেল। লাল রঙের পাঞ্জাবিতে রয়েছে সবুজ ও টিয়া রঙের ব্লকপ্রিন্ট। সবুজ রঙের টপস, টি-শার্ট ও পাঞ্জাবিও এনেছে ব্র্যান্ডটি। পাঞ্জাবিগুলোর দাম ৬৩০-৯৮০ টাকা। শাড়ির দাম ৮৫০-১০০০ টাকা।
অঞ্জন’স
অঞ্জন’সে পাওয়া যাচ্ছে সবুজ ও জলপাই রঙের পাঞ্জাবি। সুতি কাপড়ের পাঞ্জাবিতে রয়েছে স্ক্রিনপ্রিন্ট। ব্র্যান্ডটিতে রয়েছে লাল ও নেভি ব্লু রঙের পোশাক। দাম ৫৯১-১৫০০ টাকা পর্যন্ত।
ডিসেম্বর মানেই গৌরবময় বিজয়ের আনন্দ। লাল ও সবুজ রং আমাদের ফ্যাশনে আইকনিক রং হয়ে উঠেছে গত ৫০ বছরে। এখন লাল-সবুজের ছাপ চোখে পড়ে সবখানেই। প্রতিবছরের মতো এ বছরও দেশীয় ফ্যাশন হাউসগুলো শিশুদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন ধরনের পোশাক। পোশাকে রয়েছে বিজয়ের পতাকা ওড়ানোর মোটিফ, লাল-সবুজ পতাকা, দেশাত্মবোধক গানের লাইন প্রভৃতি।
কে ক্রাফট
বিজয়ের মাসে শিশুদের জন্য লাল ও সবুজ রঙের টি-শার্ট, ফ্রক, পাঞ্জাবির পাশাপাশি কালো রঙের পোশাকও নিয়ে এসেছে কে ক্রাফট। কালো রঙের পোশাকে রয়েছে দেশাত্মবোধক গান ও বিজয় উল্লাসের মোটিফ। কিছু কিছু টি-শার্টে আছে বিজয়ের ৫০ বছর পূর্তির স্মারক। পাঞ্জাবিতে রয়েছে স্ক্রিনপ্রিন্ট, পতাকা ও বাটিক মোটিফ। টি-শার্টের দাম ৩৫৫ টাকা এবং পাঞ্জাবির দাম ৬৯৫-৭১৫ টাকা। ফ্রকের দাম ৮৩৫-১০১৫ টাকা।
বিশ্বরঙ
লাল-সবুজ রঙের টপস, ফ্রক, কামিজ ও পাঞ্জাবি নিয়ে এসেছে বিশ্বরঙ। সাদা ও জলপাই রঙের সঙ্গে লাল-সবুজের সংমিশ্রণের পোশাকও রয়েছে এখানে।
কিছু কিছু কামিজে রয়েছে কটি। পোশাকে রয়েছে এমব্রয়ডারি কাজ। শিশুদের পাঞ্জাবিতে রয়েছে লাল-সবুজ-হলুদ-কমলা রঙের মিশেল। রয়েছে এক রঙের পাঞ্জাবিও। দাম ১২৫০-২০০০ টাকা।
রঙ বাংলাদেশ
শিশুদের জন্য রঙ বাংলাদেশ নিয়ে এসেছে শাড়ি, টপস, টি-শার্ট ও পাঞ্জাবি। লাল রঙের ভয়েল কাপড়ের শাড়িতে রয়েছে সবুজ রঙের ব্লক প্রিন্ট। আঁচলে রয়েছে টার্সেল। লাল রঙের পাঞ্জাবিতে রয়েছে সবুজ ও টিয়া রঙের ব্লকপ্রিন্ট। সবুজ রঙের টপস, টি-শার্ট ও পাঞ্জাবিও এনেছে ব্র্যান্ডটি। পাঞ্জাবিগুলোর দাম ৬৩০-৯৮০ টাকা। শাড়ির দাম ৮৫০-১০০০ টাকা।
অঞ্জন’স
অঞ্জন’সে পাওয়া যাচ্ছে সবুজ ও জলপাই রঙের পাঞ্জাবি। সুতি কাপড়ের পাঞ্জাবিতে রয়েছে স্ক্রিনপ্রিন্ট। ব্র্যান্ডটিতে রয়েছে লাল ও নেভি ব্লু রঙের পোশাক। দাম ৫৯১-১৫০০ টাকা পর্যন্ত।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫