ইতালির বিখ্যাত ফ্যাশন ব্যক্তিত্ব নিনো সেরুতি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। ইতালির স্থানীয় একটি হাসপাতালে মারা যান তিনি। কয়েক দিন আগেই তিনি হাসপাতালটিতে চেকআপের জন্য ভর্তি হয়েছিলেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানিয়েছে, সেরুতি ইতালির পেডমন্ট হাসপাতালে তাঁর নিতম্বের অস্ত্রোপচার করাতে ভর্তি হয়েছিলেন।
ইতালির এই ফ্যাশন আইকন নিজের তৈরি করা প্রতিটি ডিজাইনের পোশাক আগে পরে দেখতেন। এ প্রসঙ্গে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে সেরুতি বলেছিলেন, ‘আমি সব সময় আমাকে দিয়েই পরীক্ষা করি।’
নিনো সেরুতি ফ্যাশন জগতে বড় ধরনের পরিবর্তন এনেছিলেন। একই পোশাকে নারী ও পুরুষ—উভয় মডেলকে ক্যাটওয়াক করিয়ে আলোড়ন সৃষ্টি করা এই ফ্যাশন ডিজাইনারের খ্যাতি কেবল ইতালিতে সীমাবদ্ধ ছিল না, ছড়িয়ে পড়েছিল ইউরোপের সীমা পেরিয়ে আমেরিকায়ও। আশির দশকে হলিউডে নিজের ফ্যাশন হাউসের একটি শাখা খোলেন সেরুতি। জ্যাক নিকলসন, মাইকেল ডগলাস, টম হ্যাঙ্কস, জুলিয়া রবার্টস, শ্যারন স্টোনের মতো তারকাদের পোশাক ডিজাইন করেছেন তিনি।
বিবিসি জানায়, সেরুতির পরিবার অনেক আগে থেকেই কাপড়ের ব্যবসায়ের সঙ্গে জড়িত। ১৮৮১ সালে তাঁর দাদা ইতালিতে কাপড় উৎপাদন শুরু করেছিলেন। পারিবারিক ঐতিহ্য ধরে রাখতেই সেরুতি পঞ্চাশের দশকে নিজের ব্যবসা শুরু করেন। তারপর ১৯৬৭ সালে তিনি ‘সেরুতি ১৮৮১’ নামে নিজের ফ্যাশন হাউস প্রতিষ্ঠা করেন। দাদার সম্মানে তিনি এই নামকরণ করেছিলেন।
ইতালির এই ফ্যাশন তারকার জন্ম ১৯৩০ সালের ২৫ সেপ্টেম্বর।
ইতালির বিখ্যাত ফ্যাশন ব্যক্তিত্ব নিনো সেরুতি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। ইতালির স্থানীয় একটি হাসপাতালে মারা যান তিনি। কয়েক দিন আগেই তিনি হাসপাতালটিতে চেকআপের জন্য ভর্তি হয়েছিলেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানিয়েছে, সেরুতি ইতালির পেডমন্ট হাসপাতালে তাঁর নিতম্বের অস্ত্রোপচার করাতে ভর্তি হয়েছিলেন।
ইতালির এই ফ্যাশন আইকন নিজের তৈরি করা প্রতিটি ডিজাইনের পোশাক আগে পরে দেখতেন। এ প্রসঙ্গে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে সেরুতি বলেছিলেন, ‘আমি সব সময় আমাকে দিয়েই পরীক্ষা করি।’
নিনো সেরুতি ফ্যাশন জগতে বড় ধরনের পরিবর্তন এনেছিলেন। একই পোশাকে নারী ও পুরুষ—উভয় মডেলকে ক্যাটওয়াক করিয়ে আলোড়ন সৃষ্টি করা এই ফ্যাশন ডিজাইনারের খ্যাতি কেবল ইতালিতে সীমাবদ্ধ ছিল না, ছড়িয়ে পড়েছিল ইউরোপের সীমা পেরিয়ে আমেরিকায়ও। আশির দশকে হলিউডে নিজের ফ্যাশন হাউসের একটি শাখা খোলেন সেরুতি। জ্যাক নিকলসন, মাইকেল ডগলাস, টম হ্যাঙ্কস, জুলিয়া রবার্টস, শ্যারন স্টোনের মতো তারকাদের পোশাক ডিজাইন করেছেন তিনি।
বিবিসি জানায়, সেরুতির পরিবার অনেক আগে থেকেই কাপড়ের ব্যবসায়ের সঙ্গে জড়িত। ১৮৮১ সালে তাঁর দাদা ইতালিতে কাপড় উৎপাদন শুরু করেছিলেন। পারিবারিক ঐতিহ্য ধরে রাখতেই সেরুতি পঞ্চাশের দশকে নিজের ব্যবসা শুরু করেন। তারপর ১৯৬৭ সালে তিনি ‘সেরুতি ১৮৮১’ নামে নিজের ফ্যাশন হাউস প্রতিষ্ঠা করেন। দাদার সম্মানে তিনি এই নামকরণ করেছিলেন।
ইতালির এই ফ্যাশন তারকার জন্ম ১৯৩০ সালের ২৫ সেপ্টেম্বর।
শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্ধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, ‘আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠককে ভারত স্বাগত জানাচ্ছে। শান্তির পথে তাঁদের নেতৃত্ব প্রশংসনীয়। তবে সমাধানের একমাত্র পথ হলো সংলাপ ও কূটনীতি। বিশ্ব চায় ইউক্রেন যুদ্ধ
৩৭ মিনিট আগেতদন্তকারীরা জানিয়েছেন, পাকিস্তানি এজেন্টরা প্রথমে জ্যোতির সঙ্গে অনলাইনে ঘনিষ্ঠতা বাড়ায়। এভাবেই পাকিস্তান হাইকমিশনে কর্মরত এহসান-উর-রহিম ওরফে দানিশ নামে এক কর্মকর্তার সঙ্গে তাঁর যোগাযোগ হয়। এহসানের সঙ্গে অন্তত দুবার তিনি পাকিস্তানে গিয়েছিলেন।
২ ঘণ্টা আগেদেশভাগ কোনো একক নেতার কাজ ছিল না। তিনটি প্রধান শক্তি একত্রে কাজ করেছে—জিন্নাহ যিনি পাকিস্তানের দাবি তুলেছিলেন, কংগ্রেস যারা অবশেষে বিভাজন মেনে নিয়েছিল এবং লর্ড মাউন্টব্যাটেন যিনি তা বাস্তবায়ন করেছিলেন।
৩ ঘণ্টা আগেইরানের ক্ষেপণাস্ত্র প্রকল্পে সহায়তা করছে চীন। এমনটাই দাবি করা হয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিয়োথ আরোনাথের এক প্রতিবেদনে। আর, ইরান-চীনের এই যৌথ উদ্যোগের বিষয়ে উদ্বিগ্ন ইসরায়েল। যদিও ইরান বা চীনের তরফ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য প্রকাশ করা হয়নি।
৩ ঘণ্টা আগে