১০০ কোটি রুপিতে রাজ্যের গভর্নর বানানোর প্রস্তাব, চক্র ধরল সিবিআই
অভিষেক বুরা প্রভাবশালীদের সঙ্গে তাঁর যোগাযোগের সুবিধা ব্যবহার করে কর্মলাকার প্রেমকুমার বন্দগারের সঙ্গে যোগসাজশ করেন। এই যোগাযোগের সুবাদে বিভিন্ন নিয়োগে মুখ্য ভূমিকা পালন করতে পারেন, সরকারি উচ্চ পর্যায়ের সেসব কর্মকর্তার কাছে পৌঁছান তাঁরা।