Ajker Patrika

মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল করায় দুজন কারাগারে

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ২৫ জুলাই ২০২২, ১৫: ৩১
মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল করায় দুজন কারাগারে

রাজবাড়ীতে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদন করায় দুই আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রোববার দুপুরে রাজবাড়ী আমলি আদালত-১ এর বিচারক সুমন হোসেন শুনানি শেষে এ আদেশ দেন। আসামিরা হলেন সদর উপজেলার শ্রীপুর গ্রামের রহিম মিয়া এবং রাজবাড়ী সাবরেজিস্ট্রার অফিসের দলিল লেখক গণেশ চন্দ্র বৈদ্য।

জানা গেছে, দলিল জালিয়াতির ঘটনায় সদর উপজেলার বাসিন্দা হারুন অর রশীদ বাদী হয়ে আদালতে মামলা করেন। মামলায় অভিযোগে বলা হয়, রাজবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনাল-সংলগ্ন মিডল ইস্ট অটো মোবাইল অ্যান্ড সার্ভিসিং নামে তাঁর একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। ক্রয়সূত্রে তিনি এ প্রতিষ্ঠানের মালিক। দুই বছর আগে রহিম মিয়া তাঁকে দোকানের দখল বুঝিয়ে দিতে বলেন।

এ সময় রহিম মিয়া একটি দলিল দেখিয়ে দাবি করেন দোকানটি তাঁর। দলিলে দেখা যায়, ১৩.০৩.১৮ তারিখে রাজবাড়ী সদর সাব রেজিস্ট্রি অফিস থেকে দোকানটি হেবাকৃত। যেখানে দাতা আব্দুল আজিজ মিয়া। দলিলের স্বাক্ষরের স্থলে একটি টিপ সই রয়েছে। দলিল লেখক ছিলেন গণেশ চন্দ্র বৈদ্য। পরে কাগজপত্র সংগ্রহ ও যাচাই-বাছাই করে জানা যায়, দলিলের দাতা আব্দুল আজিজ মিয়া জমি রেজিস্ট্রির চার মাস আগে মারা যান।

আদালত সূত্র জানা গেছে, মামলাটি তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়। গত ফেব্রুয়ারিতে সিআইডি তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত