Ajker Patrika

১৩টি ফেসবুক পেজ খুলে কলেজছাত্রের প্রতারণা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৫ জুলাই ২০২২, ১৫: ২২
১৩টি ফেসবুক পেজ খুলে কলেজছাত্রের প্রতারণা

নামীদামি ব্র্যান্ডের মোবাইল ফোন অস্বাভাবিক মূল্যছাড়ে বিক্রির বিজ্ঞাপন দিতেন মশিউর রহমান (১৯)। পণ্যের বিজ্ঞাপনের জন্য খুলেছিলেন ১৩টি ফেসবুক পেজ। একটি ওয়েবসাইটও রয়েছে তাঁর। এভাবে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে ২৪ লাখ টাকা হাতিয়েছেন মশিউর। অল্প বয়সে অনলাইনে প্রতারণার ফাঁদ পেতে বসা সেই তরুণ অবশেষে র‍্যাবের জালে ধরা পড়েছেন। 

গতকাল শনিবার দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে উত্তর পতেঙ্গার একটি বাসা থেকে মশিউর রহমানকে আটক করে র‍্যাব। মশিউর নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চর আমানুল্লাহ ইউনিয়নের বেলাল হোসেনের ছেলে। নোয়াখালীর একটি কলেজের এইচএসসির শিক্ষার্থী তিনি। 

আজ রোববার র‍্যাব-৭-এর চান্দগাঁও কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বাহিনীর উপ-অধিনায়ক মেজর মো. রেজওয়ানুর রহমান এসব তথ্য জানান। 

মেজর রেজওয়ানুর রহমান বলেন, ‘অস্বাভাবিক মূল্যছাড়ে অনলাইনে মোবাইল ফোন বিক্রির অফার দিতেন মশিউর। তাঁর তৈরি ফেসবুক পেজগুলোতে কম দামে মোবাইল ফোন বিক্রির চটকদার বিজ্ঞাপন দেওয়া হতো। লোভে পড়ে অনেকেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মশিউরের সঙ্গে লেনদেন করেছেন। কিন্তু টাকা পাওয়ার পর আর তাঁর পাত্তা পাওয়া যেত না।’ 

বিভিন্নজনের অভিযোগ দেওয়ার পরিপ্রেক্ষিতে এই প্রতারণার বিষয়ে র‍্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। সম্প্রতি স্মার্টফোনের একটি চীনা ব্র্যান্ড র‍্যাব-৭-এর কাছে অভিযোগ দেয়। পরে গত শুক্রবার রাতে নোয়াখালী জেলার একটি বাসা থেকে প্রতারণার কাজে ব্যবহৃত আইপি টেলিফোন, রাউটার, মনিটর, সিপিইউসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরদিন শনিবার রাতে মশিউর রহমানকে উত্তর পতেঙ্গা এলাকা থেকে আটক করে র‍্যাব। 

রেজওয়ানুর বলেন, ‘আমরা তাঁর কাছ থেকে বিপুল পরিমাণে সিম জব্দ করেছি, যেগুলো প্রতারণার কাজে ব্যবহার করা হয়েছিল। আমরা তাঁর ১৩টি ভুয়া ফেসবুক পেজ পেয়েছি। তাঁর একটি ওয়েবসাইটও রয়েছে।’ 

র‍্যাবের তথ্যমতে, মশিউর রহমান নোয়াখালী কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। তিনি প্রথমে অনলাইনে ফ্রিল্যান্সিং কাজ শেখেন। চার-পাঁচ মাস আগে আয়ারল্যান্ডপ্রবাসী একজনের কাছ থেকে অনলাইনে ফেসবুক মার্কেটিং ও ওয়েব ডিজাইনের কাজ শেখেন। একপর্যায়ে এসব কাজে পারদর্শিতা অর্জন করেন। পরে সেই দক্ষতা কাজে লাগিয়ে প্রতারণায় নেমে পড়েন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত