বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় অভিনব কায়দায় এক নারীর স্বর্ণালংকার ও টাকা নিয়ে উধাও হয়েছে প্রতারক চক্র। ভুক্তভোগী আছমা আক্তার রিয়া (৩৫) উপজেলার পাইককান্দি ভাটিয়াপাড়া গ্রামের কামরুজ্জামান শিপন মুন্সীর স্ত্রী। গতকাল শুক্রবার দুপুরে বালিয়াকান্দি থানায় এ নিয়ে একটি লিখিত অভিযোগ করেছেন তিনি।
ভুক্তভোগী আছমা আক্তার জানান, গত বৃহস্পতিবার বেলা আনুমানিক সাড়ে ১১টার সময় বালিয়াকান্দি চৌরাস্তা থেকে তিনি ও তাঁর মা রোকেয়া বেগম (৭০) একটি ভ্যানে উঠে বাড়ি যাচ্ছিলেন। আরেকজন যাত্রীও ওই ভ্যানে ওঠেন।
এরপর বালিয়াকান্দি কেন্দ্রীয় গোরস্থানের সামনে গেলে ভ্যান নষ্ট হয়ে গেছে বলে তাঁদের একটি অটোরিকশায় উঠিয়ে দেন ওই ভ্যানচালক। ভ্যানের পেছনে বসা লোকটিও ওই অটোরিকশায় ওঠেন। অটোরিকশাটিতে আগে থেকেই আরেকজন বসা ছিলেন।
অটোরিকশাটি রওনা হয়ে বালিয়াকান্দি শ্মশানের দিকে যাওয়ার সময় ভ্যান থেকে অটোরিকশায় ওঠা ব্যক্তিটি চালককে অটো থামাতে বলেন। তিনি অটো থেকে নেমে পড়ে থাকা টাকায় মোড়ানো একটি কাগজ নিয়ে আসেন।
আছমা আক্তার বলেন, ‘সে আমাকে কাগজটি পড়তে দেয় ও বলে, এটাতে কী লেখা আছে আমি পড়তে পারি না, আপনি একটু পড়ে আমাকে বলেন। আমি কাগজটি পড়তে পড়তে শারীরিকভাবে দুর্বল হয়ে যাই। সঙ্গে আমার মা, তিনিও দুর্বল হয়ে যান।’
অটোরিকশাটি বালিয়াকান্দি শ্মশানের সামনে যাওয়ামাত্রই চালক বলেন, অটোরিকশা নষ্ট হয়ে গেছে। এই বলেই তিনি অটোরিকশার পেছনে চলে যান। আছমা বলেন, ‘এরপর যাত্রীবেশে থাকা ওই দুই ব্যক্তি আমার গলায় থাকা ছয় আনা ওজনের স্বর্ণের চেইন, হাতে থাকা তিন আনা ওজনের স্বর্ণের আংটি, চার আনা ওজনের কানের দুল এবং নগদ ১৫ হাজার টাকা নিয়ে নেয়।’
তিনি বলেন, ‘চোখের সামনে এগুলো দেখলেও চিৎকার করার মতো ক্ষমতা আমার ছিল না। আমার মায়েরও একই অবস্থা হয়েছিল। তিনিও কথা বলতে পারছিলেন না। এক কথায় আমরা আমাদের বোধশক্তি হারিয়ে ফেলি।’
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ‘অভিযোগ হয়েছে কি না, আমি এখনো জানি না। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় অভিনব কায়দায় এক নারীর স্বর্ণালংকার ও টাকা নিয়ে উধাও হয়েছে প্রতারক চক্র। ভুক্তভোগী আছমা আক্তার রিয়া (৩৫) উপজেলার পাইককান্দি ভাটিয়াপাড়া গ্রামের কামরুজ্জামান শিপন মুন্সীর স্ত্রী। গতকাল শুক্রবার দুপুরে বালিয়াকান্দি থানায় এ নিয়ে একটি লিখিত অভিযোগ করেছেন তিনি।
ভুক্তভোগী আছমা আক্তার জানান, গত বৃহস্পতিবার বেলা আনুমানিক সাড়ে ১১টার সময় বালিয়াকান্দি চৌরাস্তা থেকে তিনি ও তাঁর মা রোকেয়া বেগম (৭০) একটি ভ্যানে উঠে বাড়ি যাচ্ছিলেন। আরেকজন যাত্রীও ওই ভ্যানে ওঠেন।
এরপর বালিয়াকান্দি কেন্দ্রীয় গোরস্থানের সামনে গেলে ভ্যান নষ্ট হয়ে গেছে বলে তাঁদের একটি অটোরিকশায় উঠিয়ে দেন ওই ভ্যানচালক। ভ্যানের পেছনে বসা লোকটিও ওই অটোরিকশায় ওঠেন। অটোরিকশাটিতে আগে থেকেই আরেকজন বসা ছিলেন।
অটোরিকশাটি রওনা হয়ে বালিয়াকান্দি শ্মশানের দিকে যাওয়ার সময় ভ্যান থেকে অটোরিকশায় ওঠা ব্যক্তিটি চালককে অটো থামাতে বলেন। তিনি অটো থেকে নেমে পড়ে থাকা টাকায় মোড়ানো একটি কাগজ নিয়ে আসেন।
আছমা আক্তার বলেন, ‘সে আমাকে কাগজটি পড়তে দেয় ও বলে, এটাতে কী লেখা আছে আমি পড়তে পারি না, আপনি একটু পড়ে আমাকে বলেন। আমি কাগজটি পড়তে পড়তে শারীরিকভাবে দুর্বল হয়ে যাই। সঙ্গে আমার মা, তিনিও দুর্বল হয়ে যান।’
অটোরিকশাটি বালিয়াকান্দি শ্মশানের সামনে যাওয়ামাত্রই চালক বলেন, অটোরিকশা নষ্ট হয়ে গেছে। এই বলেই তিনি অটোরিকশার পেছনে চলে যান। আছমা বলেন, ‘এরপর যাত্রীবেশে থাকা ওই দুই ব্যক্তি আমার গলায় থাকা ছয় আনা ওজনের স্বর্ণের চেইন, হাতে থাকা তিন আনা ওজনের স্বর্ণের আংটি, চার আনা ওজনের কানের দুল এবং নগদ ১৫ হাজার টাকা নিয়ে নেয়।’
তিনি বলেন, ‘চোখের সামনে এগুলো দেখলেও চিৎকার করার মতো ক্ষমতা আমার ছিল না। আমার মায়েরও একই অবস্থা হয়েছিল। তিনিও কথা বলতে পারছিলেন না। এক কথায় আমরা আমাদের বোধশক্তি হারিয়ে ফেলি।’
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ‘অভিযোগ হয়েছে কি না, আমি এখনো জানি না। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৫ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৮ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৮ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫