উৎসবে প্রিয়তমর সাজ সমাহার
বছরের অন্য দিনের তুলনায় উৎসবের দিনগুলো একেবারেই আলাদা। উৎসবের এ কটি দিনে রোজকার ধরাবাঁধা নিয়ম থেকে খানিকটা রেহাই মেলে। দেখা হয়, কথা হয় আত্মীস্বজন, বন্ধুবান্ধব ও কাছের মানুষদের সঙ্গে। গল্প, আড্ডা, ঘুরে বেড়ানো, জম্পেশ খাওয়া-দাওয়া আর সাজগোজ—সবটাই চলে দারুণভাবে।