সন্ধ্যাবেলার পার্টিতে লাল পোশাকের সঙ্গে সাজ
অফিস শেষে কোনো একটা পার্টি আছে। বাড়ি ফিরে দ্রুত তৈরি হয়ে নিতে কাবার্ডে ঝোলানো লাল শাড়ি বা লাল রঙের পোশাকই এযাত্রায় আপনাকে বাঁচিয়ে দেবে। লাল যেহেতু আভিজাত্য়ের রং। তাই এ রঙের পোশাকে গর্জিয়াস লুক নিয়ে খুব একটা ভাবতে হয় না। লাল যেহেতু বোল্ড রং, তাই এর সঙ্গে পোশাকের সাজসজ্জা কেমন হবে, সেটা অবশ্যই জানা প্