সপ্তমীতে গোলাপি আভায়
সপ্তমীর দিন একটু হালকা রঙের ও ওজনের শাড়ি পরতে পারেন। যেহেতু এবারের পূজায় বেশ গরমই থাকবে বোঝা যাচ্ছে, তাই সাদার সঙ্গে মিলমিশ অন্য কোনো হালকা রঙের প্রিন্টের সুতি, সিল্ক, তসর, জর্জেট বা হাফসিল্ক শাড়ি বেছে নেওয়া যেতে পারে। এ ক্ষেত্রে বেবি পিংক রংটা সেরা। সাদার ওপর গোলাপি রঙের ব্লকপ্রিন্টের শাড়িতে যেমন স্নিগ্ধ দেখাবে, তেমনি আরামও লাগবে। যেহেতু গরম, তাই স্লিভলেস বা ছোট হাতার ব্লাউজ বানিয়ে নিতে পারেন দিনের বেলায় পরার জন্য। কুঁচি দিয়ে আঁচল ছেড়ে পরা যেতে পারে শাড়িটা। সাজটাও হওয়া চাই হালকা। ত্বকে ডিউ ফাউন্ডেশন বুলিয়ে হালকা পাউডার পাফ করে নিন। চাইলে চোখের পাতায় বেবি পিংক বা সিলভার রঙের আইশ্যাডো লাগাতে পারেন। এরপর কাজল আর লিপস্টিক দিয়ে সাজপর্ব সেরে নিন। চুল ছোট হলে স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করে ছেড়ে রাখতে পারেন। বড় হলে হালকা করে বেণি বা একটা হাতখোঁপা করে নিলেই হবে। যেহেতু গোটা সাজটাই হালকা, তাই একটু বড় কানের দুল পরলে অনেকটাই অভিজাত দেখাবে।
অষ্টমীর অঞ্জলির শুভ্রতায়
অষ্টমীতে যেহেতু অঞ্জলি দিতে হয়, তাই এদিন পরার জন্য সাদা শাড়ি বেছে নিতে পারেন। পুরোটা সাদা শাড়ি বেছে না নিয়ে লাল পেড়ে সাদা জমিনের শাড়ি বা লাল রঙের নকশা রয়েছে এমন শাড়ি বেছে নিন। লালের সঙ্গে সবুজ ও হলুদ রংও থাকতে পারে শাড়িতে। এই দিন শাড়িটা ধ্রুপদি ঘরানায় এক প্যাঁচে পরা যেতে পারে। ব্লাউজটাও হতে পারে একটু দেশীয় ঘরানার। ব্লাউজের গলায়, হাতায় ও কোমরে কুঁচি দিতে পারেন বা লেইস লাগানো যেতে পারে। চুল হালকা কার্ল করে হাতখোঁপা করে নিন। এরপর খোঁপায় জড়িয়ে নিতে পারেন ফুলের মালা। মেকআপের ক্ষেত্রে বেজ মেকআপের পর চোখটা পছন্দমতো সাজিয়ে নিন। কপালে একটু বড় আকারের টিপ পরুন। এরপর হাতে পরে নিন এক গাছি কাচের চুড়ি।
নবমীর রাতে ইন্দো-ওয়েস্টার্ন লুক
নবমীর রাতের সাজটা একটু জমকালো হতেই পারে। এই দিন সিল্ক, জামদানি, অরগাঞ্জা, কাতান শাড়ি পরতে পারেন। সাজটাও হতে পারে জমকালো। শাড়ির রংটাও হতে পারে একটু গাঢ় ধাঁচের। মেরুন, কমলা, বেগুনি, গাঢ় নীল, সি ব্লু—সবই পরা যেতে পারে। তবে ভিন্নতা আনতে সাজটা একটু ওয়েস্টার্ন ঘরানার হওয়া চাই। চুল কার্ল করে ছেড়ে দিন। চোখ হতে পারে স্মোকি। এরপর গাঢ় রঙের লিপস্টিক ঠোঁটে বুলিয়ে বেরিয়ে পরুন আনন্দ উদ্যাপনে।
দশমীর সকালে সনাতনী সাজে
দশমীর দিন সকাল সকালই দেবী বিসর্জন হয়ে যায়। সেদিন থাকে সিঁদুর খেলার আয়োজন। তাই একটু তাড়াতাড়ি তৈরি হয়ে নেওয়ার ব্যাপার থাকে সব বাড়িতে। এদিন বাসন্তী বা ম্যাট গোল্ডেন শাড়ির সঙ্গে লাল রঙের মিলমিশ রয়েছে এমন শাড়ি পরতে পারেন এক প্যাঁচ করে। চুলে মাঝখানে সিঁথি কেটে কাঁধের কাছে খোঁপা করে নেওয়া যায়। খোঁপায় গুঁজে নিতে পারেন গার্ডেনিয়া বা যেকোনো ফুল।
সপ্তমীতে গোলাপি আভায়
সপ্তমীর দিন একটু হালকা রঙের ও ওজনের শাড়ি পরতে পারেন। যেহেতু এবারের পূজায় বেশ গরমই থাকবে বোঝা যাচ্ছে, তাই সাদার সঙ্গে মিলমিশ অন্য কোনো হালকা রঙের প্রিন্টের সুতি, সিল্ক, তসর, জর্জেট বা হাফসিল্ক শাড়ি বেছে নেওয়া যেতে পারে। এ ক্ষেত্রে বেবি পিংক রংটা সেরা। সাদার ওপর গোলাপি রঙের ব্লকপ্রিন্টের শাড়িতে যেমন স্নিগ্ধ দেখাবে, তেমনি আরামও লাগবে। যেহেতু গরম, তাই স্লিভলেস বা ছোট হাতার ব্লাউজ বানিয়ে নিতে পারেন দিনের বেলায় পরার জন্য। কুঁচি দিয়ে আঁচল ছেড়ে পরা যেতে পারে শাড়িটা। সাজটাও হওয়া চাই হালকা। ত্বকে ডিউ ফাউন্ডেশন বুলিয়ে হালকা পাউডার পাফ করে নিন। চাইলে চোখের পাতায় বেবি পিংক বা সিলভার রঙের আইশ্যাডো লাগাতে পারেন। এরপর কাজল আর লিপস্টিক দিয়ে সাজপর্ব সেরে নিন। চুল ছোট হলে স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করে ছেড়ে রাখতে পারেন। বড় হলে হালকা করে বেণি বা একটা হাতখোঁপা করে নিলেই হবে। যেহেতু গোটা সাজটাই হালকা, তাই একটু বড় কানের দুল পরলে অনেকটাই অভিজাত দেখাবে।
অষ্টমীর অঞ্জলির শুভ্রতায়
অষ্টমীতে যেহেতু অঞ্জলি দিতে হয়, তাই এদিন পরার জন্য সাদা শাড়ি বেছে নিতে পারেন। পুরোটা সাদা শাড়ি বেছে না নিয়ে লাল পেড়ে সাদা জমিনের শাড়ি বা লাল রঙের নকশা রয়েছে এমন শাড়ি বেছে নিন। লালের সঙ্গে সবুজ ও হলুদ রংও থাকতে পারে শাড়িতে। এই দিন শাড়িটা ধ্রুপদি ঘরানায় এক প্যাঁচে পরা যেতে পারে। ব্লাউজটাও হতে পারে একটু দেশীয় ঘরানার। ব্লাউজের গলায়, হাতায় ও কোমরে কুঁচি দিতে পারেন বা লেইস লাগানো যেতে পারে। চুল হালকা কার্ল করে হাতখোঁপা করে নিন। এরপর খোঁপায় জড়িয়ে নিতে পারেন ফুলের মালা। মেকআপের ক্ষেত্রে বেজ মেকআপের পর চোখটা পছন্দমতো সাজিয়ে নিন। কপালে একটু বড় আকারের টিপ পরুন। এরপর হাতে পরে নিন এক গাছি কাচের চুড়ি।
নবমীর রাতে ইন্দো-ওয়েস্টার্ন লুক
নবমীর রাতের সাজটা একটু জমকালো হতেই পারে। এই দিন সিল্ক, জামদানি, অরগাঞ্জা, কাতান শাড়ি পরতে পারেন। সাজটাও হতে পারে জমকালো। শাড়ির রংটাও হতে পারে একটু গাঢ় ধাঁচের। মেরুন, কমলা, বেগুনি, গাঢ় নীল, সি ব্লু—সবই পরা যেতে পারে। তবে ভিন্নতা আনতে সাজটা একটু ওয়েস্টার্ন ঘরানার হওয়া চাই। চুল কার্ল করে ছেড়ে দিন। চোখ হতে পারে স্মোকি। এরপর গাঢ় রঙের লিপস্টিক ঠোঁটে বুলিয়ে বেরিয়ে পরুন আনন্দ উদ্যাপনে।
দশমীর সকালে সনাতনী সাজে
দশমীর দিন সকাল সকালই দেবী বিসর্জন হয়ে যায়। সেদিন থাকে সিঁদুর খেলার আয়োজন। তাই একটু তাড়াতাড়ি তৈরি হয়ে নেওয়ার ব্যাপার থাকে সব বাড়িতে। এদিন বাসন্তী বা ম্যাট গোল্ডেন শাড়ির সঙ্গে লাল রঙের মিলমিশ রয়েছে এমন শাড়ি পরতে পারেন এক প্যাঁচ করে। চুলে মাঝখানে সিঁথি কেটে কাঁধের কাছে খোঁপা করে নেওয়া যায়। খোঁপায় গুঁজে নিতে পারেন গার্ডেনিয়া বা যেকোনো ফুল।
ত্বকের বিশেষ যত্নে হোক বা না হোক, কমবেশি সবাই রোজ ত্বকে দুই বেলা ব্যবহার করেন, এমন একটি প্রসাধনী হচ্ছে ফেসওয়াশ। সাধারণত এটি খুব ভেবেচিন্তে বা বিশেষজ্ঞের পরামর্শ না মেনে পছন্দ হলেই কিনে ফেলি। কিন্তু কাজ হয় কি না, সেদিকে অনেক সময় খেয়ালও করি না। কিন্তু নালিশ করেই যাই, অমুক ব্র্যান্ডের ফেসওয়াশ...
৩ ঘণ্টা আগেকফি পান করতে গিয়ে জামাকাপড়ে পড়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। কখনোবা অসাবধানতাবশত কার্পেট বা মেঝেতেও পড়ে যায়। কফির দাগ তুলতে বেগ পেতে হয়। সঠিক নিয়ম জানা থাকলে কঠিন দাগ নিমেষে দূর করা সম্ভব।
৪ ঘণ্টা আগেএই রোদ, এই বৃষ্টি। এই আবহাওয়ায় সব বয়সী মানুষ নানা ধরনের ভাইরাসজনিত রোগে আক্রান্ত হচ্ছে। অতিরিক্ত গরমে, বিশেষ করে স্কুলগামী শিশুদের ডিহাইড্রেশন দেখা দেয়, পাশাপাশি এই সময় ওদের মেজাজও খিটমিটে হয়ে থাকে। তাই স্কুলগামী শিশুদের খাবার, জীবনযাপন এবং তাদের খিটমিটে মেজাজ ঠিক রাখার জন্য অভিভাবকদের...
৫ ঘণ্টা আগেরাজা হেনরি ২-এর মনে হয়েছিল, পাই ও পেস্ট্রি খেলে তাঁর সৈন্যরা সব অলস হয়ে যাবে। সে তো আর হতে দেওয়া যায় না। তাই তিনি এ দুটি খাবার বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করলেন। সেটাই হয়ে গেল আইন। ১২ শতকের এই আইনের নাম ‘পাই অ্যান্ড পেস্ট্রি অ্যাক্ট’। এই আইনে বলা হয়েছিল, রোববার ছাড়া অন্য দিন পাই বা পেস্ট্রি বিক্রি
৫ ঘণ্টা আগে