পুরস্কার দেওয়ার সময় তাসকিনকে কী বললেন প্রধানমন্ত্রী
মুখে তাঁর সেই স্নিগ্ধ হাসিটা। অনুষ্ঠান শেষে সেলফি ও ছবি তুলতে তুলতে যেন ক্লান্তই হয়ে পড়লেন। তবু হাসিটা ধরে রেখেই সবার চাওয়া পূরণ করলেন। শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পেয়েছেন তাসকিন আহমেদ। প্রথমবারের মতো কোনো রাষ্ট্রীয় পুরস্কার পেলেন, বাংলাদেশ দলের এই পেসারের মুখে হাসি তো থাকবেই।