Ajker Patrika

পড়াশোনা শেষে কানাডায় পুলিশে চাকরি করে সুনাম কুড়ালেন বাংলাদেশি 

পড়াশোনা শেষে কানাডায় পুলিশে চাকরি করে সুনাম কুড়ালেন বাংলাদেশি 

কানাডায় সম্মানজনক ‘ইন্টারন্যাশনাল অ্যালামনাই অব ইমপ্যাক্ট অ্যাওয়ার্ডস’ পুরস্কার জিতেছেন বাংলাদেশি যুবক আসিফ হোসাইন। কানাডায় পড়াশোনা শেষে দেশটির পুলিশ বিভাগে চাকরি নিয়ে অসামান্য অবদান রাখায় তাঁকে এই পুরস্কার দেওয়া হয়। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম থেকে এই সংবাদ পাওয়া গেছে। 

আসিফ হোসাইন বাংলাদেশের কিশোরগঞ্জের সদর উপজেলার মারিয়া ইউনিয়নের মারিয়া গ্রামের বাসিন্দা। তিন প্রায় এক দশক আগে কানাডায় যান পড়াশোনার জন্য। পরে পড়াশোনা শেষে আসিফ কানাডার ভ্যানকুভার পুলিশ বিভাগে যোগ দেন স্পেশাল কনস্টেবল হিসেবে। পুলিশে দারুণ সাফল্য দেখানোর পাশাপাশি দেশে আসিফ হোসেন তাঁর বাবার প্রতিষ্ঠিত এতিমখানার দায়দায়িত্বও নিজ কাঁধে তুলে নেন। 

আর এর প্রতিদান হিসেবে সম্প্রতি কানাডার প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপ্লাইবোর্ড প্রবর্তিত ‘ইন্টারন্যাশনাল অ্যালামনাই অব ইমপ্যাক্ট অ্যাওয়ার্ডস’ জিতেছেন আসিফ। আসিফের সঙ্গে আরও ৯ জন বিদেশি শিক্ষার্থী এই পুরস্কার পেয়েছেন। এই পুরস্কার মূলত দেওয়া হয় সেসব আন্তর্জাতিক শিক্ষার্থীদের, যারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে কানাডায় গিয়ে পড়া লেখা করে বিশ্বের বিভিন্ন প্রান্তে উদাহরণযোগ্য কোনো কাজ করেন। 

 ২১ বছর পর্যন্ত বাংলাদেশে বড় হওয়া আসিফ দেশের ফৌজদারি বিচার ব্যবস্থার ‘অবস্থা’ দেখে আইন পড়তে অনুপ্রাণিত হন। পরে আইন বিষয়ে উচ্চতর পড়াশোনার জন্য কানাডায় চলে যান এবং দেশটির জাস্টিস ইনস্টিটিউট অব ব্রিটিশ কলাম্বিয়ায় ভর্তি হন। সেখানে তিনি আইন প্রয়োগ বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন এবং পরে তিনি যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বৃত্তি পেয়ে সেখান থেকে অপরাধ বিজ্ঞানের ওপর মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এই সময়ে তিনি ডগলাস কলেজ এবং কলাম্বিয়া কলেজের আইন বিভাগে লেকচার দেওয়া শুরু করেন। 
 
সম্প্রতি ভ্যানকুভার পুলিশ বিভাগে স্পেশাল কনস্টেবল প্রশিক্ষণ সম্পন্ন করার পর হোসাইন শহরটির আইনশৃঙ্খলা রক্ষায় আরও অবদান রাখার আশা প্রকাশ করেছেন। এ ছাড়া তিনি কানাডা এবং বাংলাদেশ যেখানেই হোক না কেন দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর সংকল্প ব্যক্ত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবার পালিয়েছেন বিএসবির বাশার

পাবনায় বজ্রপাতে ফেটে চিরে গেল মেহগনিগাছ

ঈদুল আজহার ছুটি ১০ দিন

এনসিপি নেতা সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের নিষ্পত্তি হয়নি: শহিদুল আলম

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত