Ajker Patrika

ফুটবল টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা পেলেন ঘোড়া

পাবনা ও ঈশ্বরদী প্রতিনিধি
আপডেট : ১৫ জুলাই ২০২৩, ১০: ৩৩
ফুটবল টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা পেলেন ঘোড়া

ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সর্বোচ্চ গোলদাতা পুরস্কার হিসেবে পেলেন একটি ঘোড়া। আজ শুক্রবার খেলা অনুষ্ঠিত হয় পাবনার ঈশ্বরদী উপজেলার গোকুলনগর মিশন মাঠে।

ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী দল মাজদিয়ার পিকে স্পোর্টিং ক্লাবের অধিনায়ক মোহাম্মদ রেজওয়ানের হাতে ঘোড়াটি তুলে দেওয়া হয়। এ ছাড়া বিজয়ী ও বিজিত দলকে এলইডি টেলিভিশন দেওয়া হয়েছে। 

আজ বিকেলে গোকুলনগর যুবসমাজের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান যুবলীগের নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস। 

এ ছাড়া উপস্থিত ছিলেন সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রশিদ, উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাহিদা মুনতাসির প্রমুখ। 

বিজয়ী দলের অধিনায়কের হাতে ঘোড়া তুলে দেন অতিথিরা। শুক্রবার বিকেলে পাবনার ঈশ্বরদী উপজেলার গোকুলনগর মিশন মাঠখেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমশেদ আলী সরকার। 

ফাইনাল খেলায় টাইব্রেকারে পিকে স্পোর্টিং ক্লাব মাজদিয়া ২-১ গোলে গোকুলনগর শিশিরহাট স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন ক্রীড়া ব্যক্তিত্ব রোকন হোসেন। 

মাজদিয়ার পিকে স্পোর্টিং ক্লাবের অধিনায়ক মোহাম্মদ রেজওয়ান প্রতিক্রিয়ায় বলেন, ‘খেলায় ঘোড়া উপহার একটা ব্যতিক্রম ঘটনা। আমার আনন্দকে অন্য মাত্রা দিয়েছে। সবাই খুব খুশি। চেষ্টা করব উপহারের ঘোড়াটিকে যত্নে রাখার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবার পালিয়েছেন বিএসবির বাশার

পাবনায় বজ্রপাতে ফেটে চিরে গেল মেহগনিগাছ

ঈদুল আজহার ছুটি ১০ দিন

এনসিপি নেতা সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের নিষ্পত্তি হয়নি: শহিদুল আলম

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত