Ajker Patrika

২২ শাখায় পুরস্কার দেবে পরিচালক সমিতি

২২ শাখায় পুরস্কার দেবে পরিচালক সমিতি

চলচ্চিত্রসংশ্লিষ্টদের সেরা কাজের পুরস্কার দেবে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। প্রতিষ্ঠার পর প্রথমবার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে সংগঠনটি। তাদের সঙ্গে যুক্ত হয়েছে বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলা। ‘এটিএন-বিএফডিএ অ্যাওয়ার্ড ২০২২’ শীর্ষক এই আয়োজনে ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলো থেকে ২২টি শাখায় পুরস্কার দেওয়া হবে।

গতকাল শনিবার বিএফডিসির ৮ নম্বর ফ্লোরে আয়োজিত এক অনুষ্ঠানে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়। চুক্তিপত্রে স্বাক্ষর করেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ ও এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। এ সময় অ্যাওয়ার্ড অনুষ্ঠানের লোগো উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানা।

আগামী ২৮ অক্টোবর দেওয়া হবে ‘এটিএন-বিএফডিএ অ্যাওয়ার্ড ২০২২’। এর আগে ২৪ আগস্টের মধ্যে পুরস্কারের জন্য পরিচালক সমিতিতে সিনেমা জমা দিতে হবে পেন ড্রাইভ বা ডিভিডির মাধ্যমে।

সংবাদ সম্মেলনে কাজী হায়াৎ বলেন, ‘পুরস্কার দেওয়ার মূল উদ্দেশ্য শিল্পী এবং কলাকুশলীদের উৎসাহিত করা। যেন তাঁরা আরও ভালো এবং মানসম্মত কাজ করেন। আমি এটিএন বাংলার চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আহ্বানে সাড়া দেওয়ায়। এই আয়োজন যেন অব্যাহত থাকে, সেই আশা করব।’

পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন বলেন, ‘আমাদের দীর্ঘদিনের চেষ্টার প্রতিফলন হলো আজ। সরকারি-বেসরকারিভাবে অনেক অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয়। তবে চলচ্চিত্রে ক্যাপ্টেন অব দ্য শিপ বলা হয় পরিচালকদের। সেই সংগঠন থেকে চলচ্চিত্রের মানুষ পুরস্কৃত হলে তাঁদের কাজ করার উৎসাহ-উদ্দীপনা আরও বাড়বে।’

প্রধান অতিথির বক্তব্যে মাসুদ পারভেজ সোহেল রানা বলেন, ‘অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে শিল্পীদের সম্মান দেওয়া হয়। কিন্তু এরপর তেমন কোনো সুযোগ-সুবিধা পান না শিল্পীরা। এ ক্ষেত্রে বিষয়টি যেন পরিবর্তন হয়, আয়োজকদের প্রতি এই কামনা থাকবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইলিয়াস কাঞ্চন, রোজিনা, অরুণা বিশ্বাস, নিপুণ আক্তার, খোরশেদ আলম খসরু, মুশফিকুর রহমান গুলজার, ছটকু আহমেদ, নিরব প্রমুখ। সঞ্চালনা করেন চিত্রনায়ক মামনুন ইমন ও সাইমন সাদিক।

এটিএন-বিএফডিএ অ্যাওয়ার্ড ২০২২-এ দেওয়া হবে:
আজীবন সম্মাননা (পুরুষ ও নারী), সেরা চলচ্চিত্র, চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, খল অভিনেতা, কাহিনিকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার, চিত্রগ্রাহক, সম্পাদক, সংগীত পরিচালক, নৃত্য পরিচালক, কণ্ঠশিল্পী (পুরুষ), কণ্ঠশিল্পী (নারী) ও গীতিকার। 
এ ছাড়া ওয়েব ফিল্মের জন্য পাঁচটি শাখায় পুরস্কার দেওয়া হবে— সেরা ওয়েব ফিল্ম, পরিচালক, কাহিনিচিত্র, অভিনেতা ও অভিনেত্রী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবার পালিয়েছেন বিএসবির বাশার

পাবনায় বজ্রপাতে ফেটে চিরে গেল মেহগনিগাছ

ঈদুল আজহার ছুটি ১০ দিন

এনসিপি নেতা সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের নিষ্পত্তি হয়নি: শহিদুল আলম

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত