Ajker Patrika

দিনাজপুরে বঙ্গবন্ধু আন্তকলেজ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ১৫ জুলাই ২০২৩, ১০: ৩৫
দিনাজপুরে বঙ্গবন্ধু আন্তকলেজ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

দিনাজপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তকলেজ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে জেলা স্টেডিয়ামে ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

জেলা প্রশাসক শাকিল আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম ও জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আরিফুজ্জামান।

উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু বকর সিদ্দিক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী, কেবিএম কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল হুদা প্রমুখ।

এ সময় প্রধান অতিথি হুইপ ইকবালুর রহিম বলেন, ‘বাংলাদেশের আর্কিটেক্ট ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর বর্তমানে স্মার্ট বাংলাদেশ তৈরির আর্কিটেক্ট হচ্ছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অদম্য ও অপ্রতিরোধ্য গতিতে। তিনি বিভিন্ন সেক্টরের পাশাপাশি ক্রীড়াঙ্গনে ব্যাপক উন্নয়ন করেছেন।’

এর আগে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে কাদের বক্স মেমোরিয়াল (কেবিএম) কলেজ। তারা ২-০ গোলে দিনাজপুর সরকারি কলেজকে পরাজিত করে।

উল্লেখ্য, দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে টুর্নামেন্টে জেলার আটটি কলেজ অংশ নেয়। কলেজগুলো হচ্ছে-দিনাজপুর সরকারি কলেজ, কাদের বক্স মেমোরিয়াল কলেজ, চেহেলগাজী মহাবিদ্যালয়, আদর্শ মহাবিদ্যালয়, পাঁচবাড়ী মখলেসুর রহমান মহাবিদ্যালয়, ফাসিলাডাঙ্গা কলেজ, শংকরপুর মহাবিদ্যালয় ও গাওসুল আযম কলেজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

এনসিপি নেতা সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের নিষ্পত্তি হয়নি: শহিদুল আলম

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, আহত ৪৬

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত