Ajker Patrika

অস্কারজয়ী নির্মাতার বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ, ২ কোটি রুপি দাবি

আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১৫: ৪৯
অস্কারজয়ী নির্মাতার বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ, ২ কোটি রুপি দাবি

৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে (অস্কার) সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে পুরস্কার জিতে ভারতকে গর্বিত করে তামিল তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। সেখানে উঠে এসেছিল তামিলনাড়ুর ধরমপুরিতে বেড়ে ওঠা অনাথ হাতির বাচ্চা রঘুর বাস্তব কাহিনি। উঠে এসেছিল রঘুকে বড় করে তোলা আদিবাসী দম্পতি বোমান ও বেলির গল্প।

তথ্যচিত্রটি বানিয়েছিলেন প্রযোজক গুনিত মঙ্গা এবং পরিচালক কার্তিকি গনসালভেস। অস্কার জয়ের পর আদিবাসী দম্পতি বোমান ও বেলির কাছে গিয়ে তাঁদের সঙ্গে অস্কার হাতে ছবিও তুলেছিলেন পরিচালক কার্তিকি। এবার সেই পরিচালক কার্তিকি গনসালভেস এবং শিখ্যা এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন মাহুত দম্পতি।

গত ৪ আগস্ট একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে আদিবাসী দম্পতি বোমান ও বেলি তথ্যচিত্র নির্মাতাদের বিরুদ্ধে আর্থিক শোষণ ও হয়রানির অভিযোগ আনেন। শুধু তাই নয়, অস্কারজয়ী তথ্যচিত্র নির্মাতাদের কাছ থেকে ২ কোটি রুপি চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন এই দম্পতি।

আদিবাসী দম্পতি বোমান ও বেলিআইনি নোটিশে বলা হয়েছে, নির্মাতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর কাছ থেকে আর্থিক সুবিধা পেয়েছেন। নির্মাতারা এই দম্পতিকে ছবি তৈরির সময় বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাঁদের সময় ব্যয়ের জন্য ক্ষতিপূরণ হিসেবে একটি উপযুক্ত বাড়ি, একটি বিভিন্ন কাজে ব্যবহার করা যায় এমন যানবাহন এবং পর্যাপ্ত আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্মাতারা। তবে নির্মাণ শেষে তাঁরা সেটা আর দেননি। এমনকি সিনেমাটির বিপুল আয়ের পরও তাঁদের কোনো টাকা দিতে রাজি নন নির্মাতারা।

আদিবাসী দম্পতি বোমান ও বেলির আরও অভিযোগ, তাঁরা তথ্যচিত্র তৈরির সময় পরিচালক কার্তিকির কথামতো চলেছেন, যা করতে বলা হয়েছিল তখন তাঁরা তাই করেছেন। তাঁদের একটাই আশা ছিল, সিনেমাটি যেন ভালো হয়, তাহলে সেটা সকলের জন্যই ভালো।

এদিকে দম্পতিদের মামলা পরিচালনাকারী আইনজীবী মুহাম্মদ মনসুর জানিয়েছেন, তাঁরা পরিচালক ও তথ্যচিত্র নির্মাতাদের কাছ থেকে আইনি নোটিশের উত্তরে একটা চিঠি পেয়েছেন। সেখানে স্পষ্ট জানানো হয়েছে, মাহুত দম্পতির প্রাপ্য টাকা তাঁরা আগেই দিয়েছেন, আর কোনো সাহায্য তাঁরা করতে পারবেন না। এ ক্ষেত্রে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন মাহুত দম্পতির আইনজীবী।

যদিও পরিচালক কার্তিকি ও তথ্যচিত্র নির্মাতাদের দাবি, যা দেওয়ার তা আগেই দেওয়া হয়েছে। এই দম্পতির দাবি মিথ্যে। ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ একটি অনাথ হাতির বাচ্চার গল্প। তার নাম রঘু। আদিবাসী দম্পতি বোমান ও বেলি এই অনাথ রঘুকে পালতেন। রঘুর সঙ্গে তাঁদের ভালোবাসার বন্ধনকে ঘিরেই আবর্তিত হয়েছে তথ্যচিত্রটির কাহিনি। পাশাপাশি নানা প্রাকৃতিক ও নৈসর্গিক দৃশ্যও উঠে এসেছে এই তথ্যচিত্রে। তথ্যচিত্রটি গত বছরের ডিসেম্বরে নেটফ্লিক্সে মুক্তি দেওয়া হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত