সবুজের বুকে যেন ধূসর বস্তি
দেশের সবচেয়ে বড় শহুরে জলাধার চট্টগ্রামের ফয়’স লেক। ঐতিহ্যবাহী এই লেকটির আয়তন কাগজকলমে ৩৩৬ একর। কিন্তু এর মধ্যে প্রায় ২০০ একর দখল হয়ে গেছে। লেকের ১০টি পাহাড় ঘিরে গড়ে উঠেছে প্রায় ৫ হাজার অবৈধ বসতি। সবুজের বুকে যেন পাকা, সেমিপাকা, আর কাঁচা ঘরের ধূসর বস্তি, যেখানে বসবাস ৩০ হাজার মানুষের।