দার্জিলিং পাড়ায় দিন-রাত্রি
শুনেছিলাম কেওক্রাডং পাহাড়ের নিচে ছবির মতো সুন্দর, পরিচ্ছন্ন একটা পাড়া আছে, নাম দার্জিলিংপাড়া। গল্প শুনেই অদেখা ওই পাড়ার প্রতি অদ্ভুত একটা ভালোবাসা জন্ম নিয়েছিল মনে। তবে যে জায়গার নামে এই পাড়ার নাম, সেই ভিনদেশি হিল স্টেশন দার্জিলিংয়ে চলে যাওয়া হয় আগে, ২০১৭ সালে।