Ajker Patrika

প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত, ৩ মাসেও মেলেনি প্রতিবেদন 

প্রতিনিধি, রামগড় (খাগড়াছড়ি)
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ০১: ১৩
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত, ৩ মাসেও মেলেনি প্রতিবেদন 

খাগড়াছড়ির রামগড়ে গত জুন মাসে পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এস এম ফয়সালের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে একটি বিভাগীয় দল। কিন্তু তিন মাস পেরিয়ে গেলেও তদন্ত কোনো আলোর মুখ দেখেনি। ফলে তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছেন বলে অভিযোগ উঠছে। এ নিয়ে কেন্দ্রে কর্মরত কর্মকর্তা ও শ্রমিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। 

অভিযোগগুলোর মধ্যে রয়েছে—গবেষণার নামে অর্থ আত্মসাৎ, অনিয়ম, ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহার ও স্বেচ্ছাচারিতা। 

জানা যায়, অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) কর্তৃপক্ষ বিষয়গুলো খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেয়। উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ফল বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বাবুল চন্দ্র সরকারকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গত ৯ জুন তদন্তে আসে দলটি। কিন্তু তিন মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো প্রতিবেদন দাখিল করেনি তদন্ত কমিটি। 

তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্বের কারণ জানতে চাইলে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বাবুল চন্দ্র সরকার বলেন, `তদন্ত চলাকালীন তিন দিন রামগড়ে ছিলাম। তদন্ত করতে গিয়ে অভিযোগের সত্যতা পেয়েছি। শারীরিকভাবে অসুস্থ থাকায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব হয়েছে। দ্রুত প্রতিবেদন দাখিল করা হবে।'

অন্যদিকে, নতুন করে পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের মসজিদের ইমামকে হেনস্তা এবং দাড়ি নিয়ে কটাক্ষ করায় প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এস এম ফয়সালের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। 

এ বিষয়ে ভুক্তভোগী খতিব মাওলানা এমদাদুর রহমান বলেন, গত ২ সেপ্টেম্বর কেন্দ্রে কর্মরত শ্রমিক মো. মুজিবুর রহমান স্ট্রোক করে মারা যান। তিনি দীর্ঘদিন কেন্দ্রে কর্মরত থাকায় সামাজিকভাবে পরিচিত। তাই মানবিক কারণে তাঁর মৃত্যুর সংবাদ মসজিদের মাইকে প্রচার করি। এতে ক্ষিপ্ত হয়ে এস এম ফয়সাল আমার দাড়ি নিয়ে কটাক্ষ করেন। এ নিয়ে কেন্দ্রের কর্মী এবং শ্রমিকদের মনে ক্ষোভ বিরাজ করছে। 

খতিব আরও বলেন, এ বিষয় নিয়ে রামগড়ের সর্বত্র উত্তেজনা বিরাজ করছে। তাঁকে অপসারণ এবং শাস্তি চেয়ে (বারি) মহাপরিচালক ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে আলেম সমাজ। 

অভিযোগের বিষয়ে জানতে এস এম ফয়সালের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি লাঞ্ছিত করার বিষয়টি স্বীকার করে বলেন, বিনা অনুমতিতে মসজিদের মাইকে মৃত্যুর সংবাদ প্রকাশ করা যায় না।

তবে দাড়ি নিয়ে কটাক্ষ করার বিষয়টি এড়িয়ে যান তিনি।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তদন্তের প্রতিবেদন ফেলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তাঁর বিরুদ্ধে নতুন অভিযোগের জন্য তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত