লিটন বললেন, খেলা দুই দিকেই আছে
একটা উইকেটের জন্য হাপিত্যেশ বাড়ছে চারপাশে। মূল বোলাররা যখন ভাঙতে পারছেন না পাকিস্তানি ওপেনারদের ‘দুর্ভেদ্য দেয়াল’, শেষ বিকেলে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক নিজেই হাতে তুলে নিলেন বল। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনটি বাংলাদেশের কেমন কেটেছে, সেটির সারমর্ম যেন হয়ে রইল এই দৃশ্যটি।