Ajker Patrika

বাংলাদেশের কাঁধে রানের বোঝা চাপাতে চায় পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১১: ১৬
বাংলাদেশের কাঁধে রানের বোঝা চাপাতে চায় পাকিস্তান

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের চেয়ে ১৮৫ রানে পিছিয়ে পাকিস্তান। শুধু এই তথ্যে একটা ফাঁক থাকছে, দিনের খেলা শেষে কোনো উইকেট না হারিয়ে পাকিস্তানের স্কোর ১৪৫ রান। প্রথম ইনিংসে বাংলাদেশকে ৩৩০ রানের মধ্যে বেঁধে রেখে দেড় শ ছুঁই ছুঁই অবিচ্ছিন্ন ওপেনিং জুটি একটু হলেও এই টেস্টে পাকিস্তানকে এগিয়ে রাখছে। আজ তৃতীয় দিনে বাংলাদেশের কাঁধে রানের বোঝা চাপিয়ে দেওয়াই পাকিস্তানের লক্ষ্য।

বাংলাদেশ বোলারদের কোনো সুযোগ না দিয়েই ৯৩ রানে অপরাজিত আছেন আবিদ আলী। পাকিস্তান ওপেনার দুই ছক্কা আর নয় চারে সাজিয়েছেন ইনিংসটি। বাকি ৯ রানের দূরত্ব মিটিয়ে আজ টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির লক্ষ্য নিয়ে খেলতে নামবেন আবিদ। বাংলাদেশের ৩৩০ রান ছাড়িয়ে যেতে গতকালের মতো আজও সেশন ধরে ধরে এগোতে চান ৩৪ বছর বয়সী ওপেনার, ‘প্রথম লক্ষ্যই থাকবে তাদের (বাংলাদেশ) ৩৩০ রানকে ছাড়িয়ে যাওয়া। এরপর বোলারদের জন্য ভালো একটা সংগ্রহ দাঁড় করানোর চেষ্টা থাকবে।’

আবিদের সঙ্গী আবদুল্লাহ শফিক অভিষেক টেস্ট ফিফটি দিয়ে রাঙিয়েছেন। তবে জীবনের প্রথম টেস্ট ইনিংস খেলতে নেমে যে স্নায়ুচাপে ভুগেছেন ইনিংসের শুরুতে, শফিকের নড়বড়ে ভাবটাই সেটা বলে দিচ্ছিল। আম্পায়ারের বদান্যতা আর রিভিউ নিতে বাংলাদেশের দ্বিধায় ব্যক্তিগত ১ রানে আউট হতে হতে বেঁচে যান তিনি। অনভিজ্ঞ সঙ্গীকে সাহস দেওয়ার কাজটাই করে গেছেন আবিদ। নিজে রান করার সঙ্গে জুটির রহস্যও জানালেন তিনি, ‘তাকে (শফিক) বলেছি, চিন্তা করার দরকার নেই। খারাপ বল পেলেই সেটার সদ্ব্যবহার করার ভাবনা নিয়েই আমরা খেলেছি।’

এর আগে বাংলাদেশকে ধরাছোঁয়ার বাইরে যেতে দেননি পাকিস্তানি বোলাররা। বিশেষ করে হাসান আলী। সেঞ্চুরিয়ান লিটনকে আগের দিনের সঙ্গে আর ১ রান যোগ করতে দিয়েই ফেরান তিনি। এরপর আরও ৩ উইকেট নিয়ে ইনিংসে ছয়বার ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন হাসান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত