Ajker Patrika

৮৩ রানের লিড নিয়ে দিন শেষ করল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৯: ১৬
৮৩ রানের লিড নিয়ে দিন শেষ করল বাংলাদেশ

তাইজুল ইসলামের ঘূর্ণি জাদুতে পাকিস্তানের বিপক্ষে লিড নিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩৯ রান তুলতেই বাংলাদেশ হারিয়েছে ৪ উইকেট। তবে ২৫ রানে ৪ উইকেট হারানোর পর প্রাথমিক বিপর্যয় সামাল দিয়ে দিন শেষ করেছেন মুশফিকুর রহিম (১২ *) ও ইয়াসির আলী (৮ *)। চতুর্থ ইনিংসে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৮৩ রানে। 

৪৪ রানের লিড নিয়ে খেলতে নেমে বাংলাদেশের শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। দলীয় ১৪ রানে ফিরেন যান সাদমান ইসলাম (১)। এক বল বিরতি দিয়ে কোনো রান করেই আউট হয়ে যান নাজমুল হোসেন শান্ত। ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখে দলীয় ২৫ রানে ফেরেন আরেক ওপেনার সাইফ হাসান (১৪)। এরপর দিনের বাকি সময় আর কোনো বিপদ হতে না হতে দিয়ে পার করে দেন মুশফিক ও ইয়াসির। ৪ উইকেটের ৩টিই নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। হাসান আলী নেন ১ উইকেট। 

এর আগে তাইজুল ইসলামের ঘূর্ণি জাদুতে প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনও নিজেদের করে নেয় বাংলাদেশ। তৃতীয় দিনের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া বাবর আজমের দল অলআউট হয়েছে ২৮৬ রানে। শেষ উইকেটে ফাহিম আশরাফ ও শাহিন শাহ আফ্রিদি ২৯ রানের জুটি না গড়লে বাংলাদেশের ৪৪ রানের লিড আরও বড় হতে পারত। 

৬ উইকেট হাতে নিয়ে ২০৩ রান থেকে দিনের দ্বিতীয় সেশন শুরু করে পাকিস্তান। এই সেশনের শুরু থেকে পাকিস্তানি ব্যাটারদের চাপে রাখেন বাংলাদেশি বোলাররা। দ্বিতীয় সেশনের শুরুতেই দুই পেসার ইবাদত ও আবু জায়েদ রাহীকে আক্রমণে আনেন মুমিনুল হক। দ্বিতীয় ওভারেই রিজওয়ানকে (৫) ফিরিয়ে অধিনায়কের সিদ্ধান্ত যে সঠিক ছিল সেটি প্রমাণ করেন ইবাদত।  

রিজওয়ান আউট হওয়ার পর বেশিক্ষণ টিকতে পারেনি সেঞ্চুরিয়ান আবিদ আলী। প্রথম সেশনে বাজিমাত করা তাইজুল এলবিডব্লুর ফাঁদে ফেলেন আবিদকে (১৩৩)। রিভিউ নিয়েও রক্ষা হয়নি আবিদের। এক ওভার পর আবারও তাজুলের আঘাত। এবার শিকার পেসার হাসান আলী। স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে হাসানকে বিদায় করেন তিনি।  

হাসানকে ফিরিয়ে ৫ উইকেটও পূর্ণ করেন তাইজুল। এই নিয়ে টেস্টে নবমবারের মতো ৫ উইকেট পেলেন এই বাঁহাতি অফ স্পিনার। পরে নোমান আলীও (৮) এলবিডব্লু হন তাইজুলের বলে।   

এর আগে সাজিদ খানকে (৫) বোল্ড করে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন ইবাদত। দিনের শুরু থেকেই দুর্দান্ত বোলিং করা ইবাদত ফল পেয়েছেন দ্বিতীয় সেশনে।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত